ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রুয়েটে নিরাপত্তাহীন শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৫:১৮, ২৭ এপ্রিল ২০১৮

রুয়েটে নিরাপত্তাহীন  শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ অপেক্ষাকৃত শান্ত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিরাপত্তা সঙ্কটের মুখে পড়েছেন শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা। সম্প্রতি কর্মচারী খুনের ঘটনার পর থেকে আতঙ্ক বিরাজ করছে ক্যাম্পাসে। এ অবস্থায় অনেক শিক্ষার্থী হল ছাড়তেও শুরু করেছেন। এই অবস্থায় রুয়েট কর্তৃপক্ষ নিরাপত্তা বাড়াতে পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন। জানা গেছে, অপেক্ষাকৃত শান্ত থাকলেও সম্প্রতি রুয়েটে একের পর এক ঘটে চলছে ভয়ঙ্কর ও আলোচিত সব ঘটনা। ছাত্রলীগের সংঘর্ষ, মন্দিরের তালা ভেঙ্গে জিনিসপত্র চুরি, আর খুনের ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা সঙ্কটে ভুগছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। জানা গেছে, ২০১১ সালে রুয়েটের ক্যাফেটারিয়ার সামনে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আবদুল আজিজকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তদন্ত কমিটি রিপোর্ট দিলেও তাদের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা এখন ক্যাম্পাসে বেপরোয়া। শিক্ষার্থী ও কর্মচারীদের অভিযোগ রাত হলেই অন্ধকারে ঢেকে যাচ্ছে রুয়েট। ক্যাম্পাসে নেই কোন সিসিটিভি ক্যামেরা। নেয় পর্যাপ্ত আলো। সব সময় ক্যাম্পাসে বহিরাগতদের দৌরাত্ম্য লেগেই থাকছে। খেলার মাঠগুলোও রয়েছে বহিরাগতদের দখলে। ক্যাম্পাসে নেই কোন পুলিশী নিরাপত্তাও। রুয়েট সূত্র জানায়, সর্বশেষ গত সোমবার রাতে রুয়েটের বাসচালক আবদুস সালামকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করে খুনীরা। শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমান প্রশাসনের আমলে ক্যাম্পাসের হলগুলোতে বেশ কয়েক দফায় সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত মার্চ মাসে শহীদ জিয়া হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ৩০ ছাত্র গুরুতর আহত হন। সংঘর্ষের সময় কয়েকটি হলে ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে। সাধারণ ছাত্রদের শতাধিক ল্যাপটপ ছাড়াও মোবাইল ফোন, নোটপ্যাড, আইপ্যাড ও অর্থ লুটপাট করা হয়। পুরো ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের ভিডিও ফুটেজ থাকার পরেও উপাচার্য দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি।
×