ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহানন্দা তীর সংরক্ষণ প্রকল্পে ধস ॥ আতঙ্ক

প্রকাশিত: ০৫:১৬, ২৭ এপ্রিল ২০১৮

মহানন্দা তীর সংরক্ষণ প্রকল্পে ধস ॥ আতঙ্ক

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ ভোলাহাটে মহানন্দা নদীর তিন হাজার এক মিটার জুড়ে নদীর তীর সংরক্ষণ কাজে ধস নামায় এলাকা জুড়ে উৎকণ্ঠা দেখা দিয়েছে। একই সঙ্গে পানি উন্নয়ন বোর্ড উদ্বিগ্ন হয়ে পড়েছে। প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধ ও ম্যাট্রেসিং ভেঙ্গে যাবার কারণে পাউবোর এই উদ্বিগ্নতা। মুন্সিগঞ্জ ঘাট এলাকার নদী তীর সংরক্ষণ প্রকল্পে ধস নামায় পুরো উপজেলা হেড কোয়ার্টার হুমকির মুখে পড়েছে। নির্মিত বাঁধের এখানে সেখানে সিসি ব্লক, ইটের ম্যাটেসিং বসে যাবার কারণে পুরো প্রকল্প এলাকা ডেবে যাবার সম্ভাবনা দেখা দিয়েছে। পাউবো নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাদেকুল বলেন নদী সংরক্ষণ, উন্নয়ন ও শহর সংরক্ষণ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে মহানন্দা নদীর ডান তীর সংরক্ষণ করতে গিয়ে মুন্সিগঞ্জ ঘাট হতে পোল্লাডাঙ্গা পর্যন্ত ১০ কোটি ৬৭ লাখ, পরবর্তীতে ৫ কোটি ৬৪ লাখ টাকা ব্যয় করা হয়েছিল। পরবর্তী ১০ বছরে কোন ধরনের সংরক্ষণ কাজ না করায় ক্ষতিগ্রস্ত হয় উজানের পুরো বাঁধ ও ইট ম্যাট্রেসিং কাজ। ভোলাহাট থানা ও রেশম প্রকল্পের সামনা সামনি মহানন্দার ওপারে ভারতীয় অংশে আইহো হয়ে টাঙ্গন নদী মহানন্দায় মিলেছে। দুই নদীর মিলিত প্রবাহ বেরিয়ে এসে মহানন্দার ভাঁটিতে আছড়ে পড়ছে প্রকল্প এলাকায়। বর্ষা বন্যার সময় এই প্রবাহ ভয়াবহ রূপ নিয়ে আঘাত হানে। ১০ বছর ধরে এই ধরনের প্রবাহ অব্যাহত থাকার পরেও পাউবো কোন মেরামত বা সংরক্ষণ কাজ করেনি। ফলে পুরো প্রকল্প এলাকা হুমকির মুখে পড়েছে। সম্পাদিত এই কাজের শুরু হওয়া এ্যাপ্রোচ ডেবে গেছে। যার কারণে শুকনো মৌসুমেও ব্লকগুলো মাটি ধরে রাখতে পারছে না। ফলে ভাঙ্গন দেখা দিয়ে ব্লকগুলো নদীতে বিলীন হচ্ছে। অবিলম্বে ল্যান্ডিং এ্যাপ্রোচ শক্তিশালী ও সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
×