ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদা আরও অসুস্থ হয়ে পড়ছেন ॥ রিজভী

প্রকাশিত: ০৫:১৩, ২৭ এপ্রিল ২০১৮

 খালেদা আরও অসুস্থ হয়ে  পড়ছেন ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কারাগারে দিন দিন আরও অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ নেতারা ভারতে দৌড়ঝাঁপ করছে। রিজভী বলেন, খালেদা জিয়ার অসুস্থতা তীব্র থেকে তীব্রতর হলেও সরকার গুরুত্ব দিচ্ছে না। খালেদা জিয়াকে নিপীড়ন করার উদ্দেশেই তাকে কারাগারে রাখা হয়েছে। খালেদা জিয়াকে নিয়ে সরকার তার নীতি থেকে বিন্দুমাত্র সরছে না। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রিজভী বলেন, খালেদা জিয়াকে নিয়ে আপনি সর্বনাশা খেলায় মেতে উঠেছেন। ভবিষ্যত পরিণতির কথা ভাবুন। রিজভী বলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, শেখ হাসিনা যতদিন জীবিত আছেন, ততদিন পর্যন্ত তার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। তিনি আরও বলেছেন, ২০১৮ সাল নয়, ২০২৪ সালেও নয়, ২০২৯ সালের পরে বিএনপিকে ক্ষমতায় আসার জন্য ভাবতে হবে। আওয়ামী লীগ নেতার এই বক্তব্য স্বীকৃত স্বৈরাচারী সরকারেরই যথার্থ প্রতিধ্বনি। এই বক্তব্যে গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্বাসনে পাঠিয়ে বাকশাল পুরোদমে চালু রাখার ইঙ্গিতবাহী। এভাবে তারা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। রিজভী বলেন, মানুষের সমালোচনা ও প্রত্যাখ্যানের মুখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুক থেকে তারেক রহমান সম্পর্কে উপস্থাপিত কাগজপত্র সরিয়ে ফেলেছেন। আর বলছেন তার ফেসবুক হেকড হয়েছে। তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে সরকারী ষড়যন্ত্রের যেন শেষ নেই। তাকে নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বক্তব্যে সাধারণ মানুষের মাঝে সমালোচনার ঝড় বইছে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ২০ থেকে ২২টির বেশি আসন পাবে না। রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেননি। যুক্তরাজ্যের অভিবাসন আইনে বিভিন্ন দেশের নাগরিকরা যেভাবে পলিটিক্যাল এসাইলাম নিয়ে অবস্থান করেন সেভাবেই তিনি সেখানে অবস্থান করছেন। যুক্তরাজ্যের আইন মোতাবেকই তিনি সেখানে বসবাস করছেন। তিনি যুক্তরাজ্যের হোম ডিপার্টমেন্টে পলিটিক্যাল এসাইলামের জন্য তার পাসপোর্টটি জমা দিয়েছেন, সারেন্ডার করেননি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ। খালেদার মুক্তির দাবিতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে হাতিরপুল এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে শতাধিক নতাকর্মী অংশ নেয়। এতে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, আলমগীর হাসান সোহান, নাজমুল হাসান, আবু আতিক আল হাসান মিন্টু, মামুন বিল্লহ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মিজানুর রহমান সোহাগ, ক্রীড়া সম্পাদক সৈয়দ মাহমুদ প্রমুখ।
×