ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোজিনার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড

প্রকাশিত: ০৫:১২, ২৭ এপ্রিল ২০১৮

রোজিনার চিকিৎসায়  মেডিক্যাল  বোর্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বনানীতে বিআরটিসি দোতলা বাসের চাপায় ডান পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া যুবতী রাজিয়া আক্তার ওরফে রোজিনার চিকিৎসায় নয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড রোজিনাকে সুস্থ করে তোলার প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বার্ন ইউনিটের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ আবুল কালামকে প্রধান করে মেডিক্যাল বোর্ডটি গঠন করা হয়। বোর্ডের অন্য সদস্যরা হচ্ছেন, অধ্যাপক ডাঃ সামন্ত লাল সেন, বার্ন ইউনিটের অধ্যাপক ডাঃ সাজ্জাদ খন্দকার, ডাঃ রায়হানা আওয়াল, ডাঃ নওয়াজেশ খান, অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ শামসুজ্জামান, কিডনি বিভাগের অধ্যাপক ডাঃ নিজাম উদ্দীন চৌধুরী, রেসপাইরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মহিউদ্দীন আহমেদ, বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডাঃ লুৎফর কাদের লেলিন। মেডিক্যাল বোর্ডের প্রধান ডাঃ আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বুধবার পঙ্গু হাসপাতাল থেকে ঢামেকে পাঠানো হয় রোজিনাকে। পা ছাড়াও অন্যান্য সমস্যার বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য মেডিক্যাল বোর্ডটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রোজিনাকে অপারেশন থিয়েটারে নিয়ে কাটা পায়ে ড্রেসিং করা হয়েছে। পায়ে স্কিন সার্জারির প্রয়োজন। তা করার জন্য কাজ চলছে। গত ২০ এপ্রিল শুক্রবার রাত নয়টার দিকে মহাখালী থেকে পাল্লাপাল্লি করে যাওয়ার সময় বনানীতে রাস্তা পারাপারের সময় বাস চাপায় পা বিচ্ছিন্ন হয়ে যায় রোজিনার। রাতেই তাকে রাজধানীর শেরেবাংলানগর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (সাবেক) ভর্তি করা হয়। হাসপাতালের পরিচালক ও রোজিনার চিকিৎসায় গঠিত পঙ্গু হাসপাতালের মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক ডাঃ গণি মোল্যা জানান, ওই রাতেই তার প্রথম দফায় অস্ত্রোপচার করে ডান হাঁটুর নিচের অংশ কেটে ফেলে পরিষ্কার করে দেয়া হয়। পরে তার কাটা অংশে পচন ধরে। তার অবস্থা সঙ্কটাপন্ন। গত রবিবার তার দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের নতুন করে হাঁটুর কাছের কিছু অংশ কেটে ফেলতে হয়। পচন ধরা অংশে আক্রমণ করা জীবাণু শরীরে ছড়িয়ে পড়ছে। বুধবার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রোজিনার বড় বোনের স্বামী মানিক চিকিৎসকদের বরাত দিয়ে জনকণ্ঠকে জানান, রোজিনা আইসিইউতে চিকিৎসাধীন। তার ডান পাশের কিডনি পুরোপুুরি নষ্ট হয়ে গেছে। তার প্রস্রাব-পায়খানা প্রায় বন্ধ। শুয়ে থাকতে থাকতে পিঠে ঘা হয়ে গেছে বলে রোজিনার পিতা রসুল মিয়া জনকণ্ঠকে জানান।
×