ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতীয় রুপীসহ গ্রেফতার পাকিস্তানীর ৮ বছর জেল

প্রকাশিত: ০৫:১০, ২৭ এপ্রিল ২০১৮

ভারতীয় রুপীসহ গ্রেফতার  পাকিস্তানীর ৮ বছর  জেল

কোর্ট রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৭ লাখ ৯৮ হাজার ভারতীয় রুপীসহ গ্রেফতার মাখদুম হুসেন নামে এক পাকিস্তানী নাগরিকের আট বছর কারাদ-ের রায় দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার ১২ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোসাঃ রেহানা আক্তার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দন্ডিতের ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। রায়ে উদ্ধারকৃত ৬৭ লাখ ৯৮ হাজার ভারতীয় রুপী রাষ্ট্রের অনুকূলে বাজেয়াফতের নির্দেশও দিয়েছে আদালত। মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ২৮ জানুয়ারি কাতার এয়ারওয়েজের একটি বিমানে মাখদুম হুসেন বাংলাদেশে আসে। ওইদিন তার সঙ্গে আনা লাগেজ না পাওয়ায় পরদিন বিমানবন্দরে এসে লস্ট এ্যান্ড ফাউন্ড শাখা থেকে লাগেজ গ্রহণ করে তিনি গ্রীন চ্যানেল পার হওয়ার সময় কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করে লাগেজ স্ক্যানিং করান। লাগেজ তল্লাশি করে ৬৭ লাখ ৯৮ হাজার ভারতীয় রুপী পাওয়া পায়। ওই ঘটনায় সহকারী কাস্টম কর্মকর্তা মোঃ খালিদ হোসেন খন্দকার বিমানবন্দর থানায় একটি মামলা করেন।
×