ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বড়পুকুরিয়া কয়লা খনি মামলার চার্জ পিছিয়ে ২৬ জুন

প্রকাশিত: ০৫:০৫, ২৭ এপ্রিল ২০১৮

বড়পুকুরিয়া কয়লা খনি মামলার চার্জ  পিছিয়ে ২৬ জুন

কোর্ট রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ১১ আসামির বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় চার্জ শুনানির তারিখ পিছিয়ে ২৬ জুন দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত। ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক কেএসএম শাহ ইমরান বৃহস্পতিবার আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ ধার্য করেন। মামলায় চার্জশীটভুক্ত আসামির সংখ্যা ১৩ জন। কিন্তু জামায়াত নেতা নিজামী ও মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় বর্তমানে আসামির সংখ্যা ১১ জন। অন্য মামলায় খালেদা জিয়া এখন কারাবন্দী। তার পক্ষে গতকাল আইনজীবীরা হাজিরা দাখিল করেন। এ ছাড়া দুই আসামির পক্ষে হাইকোর্টে রিট আবেদন বিচারাধীন থাকায় চার্জ শুনানি পেছানোর জন্য সময় আবেদন করা হয়।
×