ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বিকাশকর্মীকে গুলি করে তিন লাখ টাকা লুট

প্রকাশিত: ০১:৪৪, ২৬ এপ্রিল ২০১৮

 রাজধানীতে বিকাশকর্মীকে গুলি করে  তিন লাখ টাকা লুট

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাফরুলে শেওড়াপাড়া এলাকায় ছিনতাইকারীরা আল-আমিন (২৬) নামে এক বিকাশকর্মীকে গুলি করে নগদ প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আল-আমিনের বাবার নাম আব্দুর রাজ্জাক। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার কলাপাড়া গ্রামে। কাফরলের ইব্রাহিমপুর এলাকায় সপরিবারের বসবাস করেন। হাসপাতালের আহতের সহকর্মী শিশির সরকার জানান, কাফরুলে বিকাশ এজেন্ট কোম্পানির (এআইডি) বিক্রয় হিসাবে চাকরি করেন আল-আমিন। তিনি জানান, দুপুরে বাইসাইকেলে করে সে শ্যাওড়াপাড়া এলাকর বিভিন্ন বিকাশের এজেন্টদের কাছ থেকে টাকা সংগ্রহ করছিলো। শেওড়াপাড়া ওরবিট গলি দিয়ে যাওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশায় করে দুই ছিনতাইকারী তার মোটরসাইকেল গতিরোধ করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা তার পথরোধ করে। পরে তার বাম পায়ে গুলি করে তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সহকর্মীদের দাবি ব্যাগের মধ্যে প্রায় তিন লাখ টাকা ছিলো। পরে খবর পেয়ে সহকর্মীরা তাকে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কাফরুল থানার (ওসি) সিকদার মোহাম্মদ শামীম জানান, ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
×