ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাশিমপুর কারাগারে খুনের মামলার আসামির মৃত্যু

প্রকাশিত: ০১:৩৬, ২৬ এপ্রিল ২০১৮

 কাশিমপুর কারাগারে খুনের মামলার আসামির মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরস্থ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর এক হাজতি হৃদরোগে আক্রান্ত বৃহস্পতিবার মারা গেছে। তার নাম মোতাহার হোসেন খান (৬০)। গাজীপুরের কাপাসিয়া থানার বরুন গ্রামের মো. শহিদ খানের ছেলে। সে কাপাসিয়া থানার একটি হত্যা মামলার আসামী। মামলাটি বর্তমানে গাজীপুর আদালতে বিচারাধীন রয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর ডেপুটি জেলার মো. ফেরদৌস মিয়া জানান, এ কারাগারের হাজতি মোতাহার হোসেন বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বুকে ব্যথা (হৃদরোগে আক্রান্ত) অনুভব করেন। পরে অসুস্থাবস্থায় তাকে কারা হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হলে পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুর সোয়া ১২টার দিকে শহীদ তাজ উদ্দীন আহমদ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোতাহার হোসেনকে ২০১৭সালের ১৪অক্টোবর গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২তে স্থানান্তর করা হয়।
×