ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:০৬, ২৬ এপ্রিল ২০১৮

নবম-দশম শ্রেণির পড়াশোনা

শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ (পূর্ব প্রকাশের পর) ৯। জ্ঞানযোগ কোন উপাসনার একটি অংশ? (ক) প্রতীক (খ) সাকার (গ) নিরাকার (ঘ) কর্মযোগ। ১০। কোনটি হৃদয়কে পরিশুদ্ধ ও পবিত্র করে ? (ক) উপাসনা (খ) সততা (গ) শিক্ষা (ঘ) কোনটি নয়। ১১। তৃপ্তি ও মুক্তির একমাত্র পথ কোনটি? (ক) ঈশ্বরের সান্নিধ্য লাভ করা (খ) ধনসম্পত্তি লাভ করা (গ) জ্ঞান অর্জন করা (ঘ) সেবা করা। ১২। গণেশ পূজা করা হয় কেন? (ক) জ্ঞান লাভের জন্য (খ) সম্পদ লাভের জন্য (গ) সৌন্দর্য লাভের জন্য (ঘ) সফলতা লাভের জন্য। ১৩। বৈশিষ্ট্যগত দিক থেকে ঈশ্বর - (র) অনন্ত ও অসীম (রর) অসীম ও সাহসী (ররর) শাশ্বত ও পবিত্র। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৪। অ-উ-ম এই তিনটি অক্ষর দ্বারা বোঝায়- (র) বিষ্ণু (রর) মহেশ্বর (ররর) ব্রক্ষ্মা নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৫। ঈশ্বর প্রয়োজনে সাকার হতে পারেন। তার কারণ কী? (ক) তার শক্তি অনন্ত (খ) তিনি বহুরূপী (গ) তিনি জ্যোতির্ময় (ঘ) তিনি মহিমাময়। ১৬। শিবকে নটরাজ বলা হয় কেন ? (ক) নাট্যে ও নৃত্যে পারদর্শীতার জন্য (খ) চিকিৎসাশা¯্রে পারদর্শীতার জন্য (গ) অসুরদের বিনাস করেন বলে (ঘ) প্রলয়ের দেবতা বলে। ১৭। স্বয়ম্ভু বলতে কী বোঝায় ? (ক) আদি যুগে সৃষ্টি (খ) নিজে নিজে সৃষ্টি (গ) মধ্যযুগে সৃষ্টি (ঘ) কলি যুগে সৃষ্টি। নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও ঃ পলাশ মাঝে মাঝেই মহাবিশ্ব ও জীবের সৃষ্টি চিন্তায় বিভোর হয়ে যায়। কোন উত্তর খুজে না পেয়ে ,সমাধান পেতে সৃষ্টিকর্তার আরাধনা শুর করে। ১৮। পলাশ এ পৃথিবীর সবকিছুর কারণ সম্পর্কে কী জেনেছিল ? (ক) অবতার (খ) মহাপুরুষ (গ) ঈশ্বর (ঘ) দিব্য শক্তি। ১৯। পলাশের দৃষ্টিতে ঈশ্বরের সাকার রূপ হচ্ছে - (র) বিষ্ণু (রর) মনি-ঋষি (ররর) দুর্গা নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) রর ও ররর (ঘ) র ও ররর ২০। হিন্দুধর্মে অবতার বলতে কী বোঝানো হয় ? (ক) শক্তির তান্ডব পৃথিবীতে ছড়িয়ে দেওয়া (খ) নিরাকার ঈশ্বরের সাকাররূপে পৃথিবীতে আবির্ভুত হওয়া (গ) জ্ঞানীরূপে পৃথিবীতে আবির্ভুত হওয়া (ঘ) অবতার ঈশ্বরের নিরাকার রূপ । ২১। ঈশ্বর জীবকুলের যে বিষয়টির সাথে সম্পৃক্তÑ (র) জন্ম (রর) ধ্বংস (ররর) মৃত্যু নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর ২২। ঈশ্বর জন্ম-মৃত্যু সৃষ্টি করেছেন কেন? (ক) জগতের ভারসাম্য রক্ষা করার জন্য (খ) প্রাণি জগৎকে ধ্বংসের জন্য (গ) নতুন নতুন জগৎ সৃষ্টির জন্য (ঘ) গ্রহ-নক্ষত্র সৃষ্টির জন্য। ২৩। নিরাকার উপাসনার একটি অংশ হলো- (ক) কর্মযোগ (খ) জ্ঞানযোগ (গ) ভক্তিযোগ (ঘ) রাজযোগ। উত্তর: ৯(গ), ১০(ক), ১১(ক), ১২(ঘ), ১৩(খ), ১৪(ঘ), ১৫(ক), ১৬(ক), ১৭(খ), ১৮(গ), ১৯(ঘ), ২০(খ), ২১ (গ), ২২ (ক), ২৩(খ)।
×