ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ওয়ালটন অনুর্ধ-১৮ ফুটবল শুরু আজ থেকে

প্রকাশিত: ০৬:২৫, ২৬ এপ্রিল ২০১৮

ওয়ালটন অনুর্ধ-১৮ ফুটবল শুরু আজ থেকে

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন অ-১৮ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ বৃহস্পতিতবার থেকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বিকেল সোয়া ৩টায় গ্রুপ ‘এ’র ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে সাইফ স্পোর্টিং ক্লাব। এরপর বিকেল সাড়ে ৫টায় ঢাকা আবাহনীর প্রতিপক্ষ ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। ২০১৪ সালের পর দীর্ঘ সাড়ে তিন বছর অনুষ্ঠিত হয়নি এ টুর্নামেন্ট। সেবার ফাইনালে ২-০ গোলে ব্রাদার্সকে হারিয়ে শিরোপা জিতেছিল মোহামেডান। পেশাদার লীগের ১২ ক্লাব ৪ গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে এবারের আসরে। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠান। যেখানে অংশগ্রহণকারী ১২ ক্লাবের বেশিরভাগেরই প্রতিনিধি এবং কোচরা উপস্থিত ছিলেন। তাদের সবারই একই ধরনের কথা। প্রস্তুতির সময় কম পেয়েছেন। প্রতিপক্ষ কে তা জানা নেই। কারণ এখানে প্রতি ক্লাবগুলো যে ফুটবলার নিয়েছে তারা অচেনা। যে কোন সময় জ্বলে উঠতে পারে যে কোন ফুটবলার। তাই নামে যে ক্লাব যতটাই শক্তিশালী হোক না কেন। ছোট কোন ক্লাবের কাছেও তারা হারতে পারে। ক্লাবগুলোর বেশিরভাগই টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায়নি বলে অভিযোগ করলেও পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বললেন, লীগ কমিটির সভায় প্রায় দেড় মাস আগে থেকেই ক্লাবগুলোকে জানানো হয়েছে যে ২৬ এপ্রিল থেকে হবে টুর্নামেন্ট। সারাদেশ থেকে খেলোয়াড় বাছাই করেছে ক্লাবগুলো। কিছু ক্লাব আবার পাইওনিয়ার লীগের খেলোয়াড়ও নিয়েছে। টুর্নামেন্ট শুরুর আগেই বয়স যাচাই বাছাইয়ে অনিয়মের অভিযোগ করেছেন ব্রাদার্সের ম্যানেজার আমের খান। ‘আমি মনে করি টুর্নামেন্টটা আরও নিচ থেকে শুরু করা দরকার। অ-১২ বা ১৩ হলে ভাল হয়। তাহলে আরও ভালভাবে ট্যালেন্ট হান্ট করা যেত। মেডিক্যালের দায়িত্বে যারা থাকেন তারা অনেক কষ্ট করেন। তবে সত্যি বলতে বয়স বাছাইয়ে কিছু বেশকম থেকেই যায়। আমাদের দলেই এমন অনেক ফুটবলার আছে যাদের বয়স বেশি।’ মোহামেডানের কোচ রাশেদ পাপ্পু জানান, ‘আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। আমরা গত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। এবারও চ্যাম্পিয়ন হতে চাই। ভাল খেলার লক্ষ্যে প্রস্তুতি নিয়েছি।’ আরামবাগের কোচ নিজাম মজুমদার বলেন, ‘টার্গেট বা জাজ করা কঠিন। কারণ প্রতিপক্ষ সম্পর্কে জানি না। ভাল করতে চেষ্টা করব।’ শেখ জামালের কোচ তাজউদ্দিন আহমেদ তাজু বলেন, ‘সময় তেমন বেশি ছিল না। তবে আমরা চেষ্টা করব চ্যাম্পিয়ন হতে। এখান থেকে যে ফুটবলারদের পাব তাদের নিয়ে একাডেমিতে ৫ বছরের ট্রেনিং করান হবে।’ টুর্নামেন্টের মোট বাজেট ৫০ লাখ টাকা। অংশগ্রহণ ফি বাবদ প্রতিটি ক্লাবকে ২ লাখ টাকা করে দিচ্ছে বাফুফে। চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে ৫ লাখ টাকা এবং রানার্সআপের পুরস্কার ৩ লাখ টাকা। টুর্নামেন্ট শেষ হলে ফিফা থেকে ৪০ হাজার ডলার পাবে বাফুফে। টুর্নামেন্টে কোন দল যেন বয়সচুরি বা পাতানো ম্যাচ না খেলতে পারে সে বিষয়ে সতর্ক অবস্থানে আছে বাফুফে।
×