ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউরেনাসে পচা গন্ধ!

প্রকাশিত: ০৬:০৪, ২৬ এপ্রিল ২০১৮

ইউরেনাসে পচা গন্ধ!

বিজ্ঞানীরা একটি দীর্ঘ রহস্যের সমাধান করেছেন। সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ ইউরেনাসে বাজে গন্ধের কারণ উদ্ঘাটনে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। গ্রহটিতে পচা ডিমের ন্যায় বাজে গন্ধ কি কারণে, সেই রহস্যের জট খুলেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। তারা আবিষ্কার করেছেন যে, হাইড্রোজেন সালফাইড গ্যাস যা পচা ডিমের গন্ধের ন্যায় গ্যাস হিসেবে পরিচিত, এই গ্যাস গ্রহটির মেঘের ওপরে বিরাজমান। এর থেকেই গ্রহটির চারপাশে পচা ডিমের গন্ধ ছড়াচ্ছে। ন্যাচার এ্যাস্ট্রোনোমি জার্নালে প্রকাশিত এই গবেষণার প্রধান লেখক অধ্যাপক প্যাট্রিক ইরউইন বলেন, ‘দুর্ভাগ্যবশত কোন মানুষ যদি ইউরেনাসের মেঘের মধ্য দিয়ে নিচে নেমে আসত, তাহলে খুব অপ্রীতিকর এবং অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ত।’ ইউরেনাসের মেঘের গঠন এবং এর প্রধান উপাদান হাইড্রোজেন সালফাইড নাকি এ্যামোনিয়া- এ নিয়ে দীর্ঘ বিতর্ক রয়েছে। উত্তর খুঁজে পেতে গবেষক দলটি হাওয়াইয়ে অবস্থিত জেমিনি অবজারভেটরির ৮ মিটার ডায়ামিটার বিশিষ্ট টেলিস্কোপ দিয়ে ইউরেনাস পর্যবেক্ষণের সময় গ্রহটির মেঘের ওপর ঘূর্ণায়মান অস্বাস্থ্যকর গ্যাসের ঝলক দেখতে পেয়েছেন। অধ্যাপক ইরউইন বলেন, ‘আমরা ইউরেনাসের মেঘ থেকে প্রতিফলিত আলোতে হাইড্রোজেন সালফাইডের ছাপ শনাক্তে সক্ষম হয়েছি। এই ছাপ থেকে মেঘের ওপরে কি পরিমাণ হাইড্রোজেন সালফাইড রয়েছে, সেটাও আমরা জানতে সক্ষম হয়েছি।’ ইউরেনাসের মতো শনি এবং বৃহস্পতি গ্রহের মেঘে কোন হাইড্রোজেন সালফাইড নেই, এর পরিবর্তে এ্যামোনিয়া বিদ্যমান। মেঘের এই ভিন্নতা সহায়ক হবে গ্রহটি কিভাবে গঠিত হয়েছে সে গবেষণায়। ইউরেনাসের মেঘে হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি গ্রহটির জন্ম, বিবর্তনসহ অন্যান্য বেশ কিছু বিষয় বোঝার জন্য মূল্যবান প্রমাণ হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। -মিরর
×