ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এবার জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো আনসার সদস্যরা অস্ত্রসহ দায়িত্ব পালন করবে

প্রকাশিত: ০৫:৫৭, ২৬ এপ্রিল ২০১৮

এবার জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো আনসার সদস্যরা অস্ত্রসহ দায়িত্ব পালন করবে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আনসার বাহিনীর সদস্যরা প্রথমবারের মতো চল্লিশ হাজার ভোটকেন্দ্রে অস্ত্র, গোলাবারুদ ও নিজস্ব পোশাকসহ দায়িত্ব পালন করবেন। এ জন্য ৬ লাখ আনসার সদস্যকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হচ্ছে। তিনি বুধবার গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে নবনিযুক্ত ১৯ তম পুরুষ ব্যাটালিয়ন আনসারদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
×