ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পে অর্ডারে ৪ কোটি টাকা জমা দেয়ার বিষয়ে দুই ব্যক্তিকে দুদকে তলব

প্রকাশিত: ০৫:৫৫, ২৬ এপ্রিল ২০১৮

পে অর্ডারে ৪ কোটি টাকা জমা দেয়ার বিষয়ে দুই ব্যক্তিকে দুদকে তলব

স্টাফ রিপোর্টার ॥ পে-অর্ডারের মাধ্যমে রাষ্ট্রের অতি ‘গুরুত্বপূর্ণ ব্যক্তির’ ব্যাংক হিসাবে চার কোটি টাকা জমা দেয়ার বিষয়টির অনুসন্ধানে দুই ব্যক্তিকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। আগামী ৬ মে সেগুন বাগিচায় কমিশন কার্যালয়ে তাদেরকে হাজির হতে বলেছেন অনুসন্ধান কর্মকর্তা সৈয়দ ইকবাল। এই অর্থ ফারমার্স ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রদান করা হয়েছে বলে জানা গেছে। তলবকৃতরা হচ্ছেন মোঃ শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা। তারা উভয়েই ব্যবসায়ী বলে দুদক সূত্রে জানা গেছে। বুধবার দুদক কার্যালয় থেকে তাদের ঢাকার উত্তরায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং টাঙ্গাইলের স্থায়ী ঠিকানায় নোটিস পাঠানো হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জনকণ্ঠকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই বিষয়ে সম্প্রতি দুদকে আসা এক ব্যক্তির লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক তা যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। দুদকের নথিপত্রে ‘গুরুত্বপূর্ণ’ ওই ব্যক্তির নাম উল্লেখ না থাকলেও সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা বলে বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্র ও টেলিভিশনে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে দুদকের কোন কর্মকর্তা মুখ খুলতে রাজি হনননি। দুদক সূত্র জানায়, ২০১৬ সালে ফারমার্স ব্যাংকের গুলশান শাখা থেকে দুই কোটি টাকা করে মোট চার কোটি টাকা শাহজাহান ও নিরঞ্জন ঋণ নেন। এরপর একই বছরের ১৬ নবেম্বর সেই অর্থ পে-অর্ডারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ওই ব্যক্তির ব্যাংক হিসাবে স্থানান্তর করেন।
×