ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রযুক্তি বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ০৫:৩৪, ২৬ এপ্রিল ২০১৮

প্রযুক্তি বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ “বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) কর্তৃক উদ্ভাবিত” প্রযুক্তি পরিচিতি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বিভাগীয় কর্মকর্তা ও জেলার ডোমার উপজেলায় অবস্থিত আঞ্চলিক বাঁশ গবেষণা কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. রফিকুল হায়দারের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আলতাব হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকার, জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। ডিবি কর্মকর্তা ইয়াবাসহ গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৫ এপ্রিল ॥ রাঙ্গামাটি জেলা ডিবি পুলিশের এএসআই নাছির উদ্দিনকে ৪ হাজার ইয়াবাসহ কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় কাউসার নামে তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নাছির উদ্দিন ওই উপজেলার দোতলা গ্রামের টেম্পো চালক নূরু মিয়ার ছেলে। অপর সহযোগী কাউসার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার প্রতাপপুর গ্রামের বাসিন্দা। বুধবার বিকাল পর্যন্ত কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে ইয়াবা পাচারের চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
×