ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চবি ভিসির সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের মতবিনিময়

প্রকাশিত: ০৫:৩৪, ২৬ এপ্রিল ২০১৮

চবি ভিসির সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ঢাকার ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর ইংলিশ এ্যান্ড এডুকেশন ডেভিড মেনার্ড-এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি বুধবার ‘টিচিং এ্যান্ড লার্নিং এবং উচ্চ শিক্ষা-গবেষণা উন্নয়ন’ বিষয়ে মত বিনিময় সভায় মিলিত হয়। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের একটি পরিচিতি উপস্থাপন এবং শিক্ষা, উচ্চ শিক্ষা ও গবেষণার বিভিন্ন দিক আলোকপাত করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নে আধুনিক মানসম্পন্ন কারিকুলাম প্রণয়ন, পাঠদান পদ্ধতি আধুনিকায়ন ও শিক্ষক-শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধিকল্পে হেকেপ, আইকিউএসি, সিইটিএল-এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যৌথ শিক্ষা কার্যক্রম পরিচালনায় পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ধ্যান-ধারণাসম্বলিত মানবসম্পদ উৎপাদনে বর্তমান সরকারের আধুনিক শিক্ষানীতি বাস্তবায়নে ব্রিটিশ কাউন্সিলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এ সময় চবি সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং এ্যান্ড লার্নিংয়ের (সিইটিএল) পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান ও উপ-পরিচালক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম সোহেল, প্রতিনিধি দলের সদস্য ব্রিটিশ কাউন্সিলের হেড অব হায়ার এডুকেশন এ্যান্ড রিজিওনাল ম্যানেজার সিএসএফপি মোঃ তৌহিদুর রহমান ও হেড চট্টগ্রাম সেন্টার এম জহির উদ্দিন উপস্থিত ছিলেন।
×