ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রকাশিত: ০৫:৩৩, ২৬ এপ্রিল ২০১৮

সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী স্ত্রী মাশহুদা সুলতানাকে হত্যার দায়ে একই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র স্বামী আবদুল কুদ্দুসকে যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদ- দিয়েছে আদালত। বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আশরাফুল ইসলাম আদালতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি আব্দুল কুদ্দুস (২৫) খুলনা জেলার পাইকগাছা উপজেলার শ্রকিণ্ঠপুর গ্রামের মৃত মহিউদ্দীন সরদারের ছেলে। উল্লেখ্য, সাতক্ষীরা সদর উপজেলার খানপুর গ্রামের এলাহি বক্সের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১ম বর্ষের ছাত্রী মাসহুদা সুলতানা ও একই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র আব্দুল কুদ্দুস ২০১২ সালের প্রথম দিকে দুইজন ভালবেসে বিয়ে করে। বিয়ের কিছুদিন যেতে না যেতেই স্বামী আব্দুল কুদ্দুস অন্য আর একটি মেয়ের সঙ্গে প্রেমঘটিত বিষয়ে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ২০১২ সালের ২২ জুন রাতে আব্দুল কুদ্দুস তার শ্বশুর বাড়ি বেড়াতে এসে স্ত্রী মাসহুদার সঙ্গে এই বিষয়টি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। রাতে শাশুড়ির সঙ্গে ঘুমিয়ে থাকা তার স্ত্রীকে মোবাইলে তার রুমে ডেকে ঘুমের ওষুধ খাইয়ে ওড়না ও গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।
×