ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে জেএমবির দুই জঙ্গীসহ গ্রেফতার ৯৪

প্রকাশিত: ০৫:৩৩, ২৬ এপ্রিল ২০১৮

রাজশাহীতে জেএমবির দুই জঙ্গীসহ গ্রেফতার ৯৪

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তালিকাভুক্ত দুই সদস্যসহ পৃথক অভিযানে ৯৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর রাজশাহী মহানগর ও জেলা পুলিশ আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এর মধ্যে জেলা পুলিশ ৫১ জন এবং মহানগর পুলিশ ৪৩ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে জেএমবির তালিকাভুক্ত দুই সদস্য রয়েছে। এরা হলো জেলার পুঠিয়া উপজেলার তাড়াশ গ্রামের জালাল উদ্দিন ও তার ছেলে মোঃ হাবিব। জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশ জানায় এরা তালিকাভুক্ত জেএমবি সদস্য। এছাড়া জেলার চারঘাট থানা পুলিশ শাহীন কামাল নামে এক জামায়াতকর্মীকেও গ্রেফতার করে। উপজেলার আসগরপুর বাজারে তার বাড়ি। এই দুই জেএমবি ও এক জামায়াতকর্মী ছাড়া আরও ৪৮ জনকে গ্রেফতার করেছে জেলার আট থানা ও ডিবি পুলিশ। চট্টগ্রামে ট্রেনের ছাদ থেকে ২ শিশুর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ঢাকা থেকে আসা আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেসের ছাদে দুর্ঘটনাকবলিত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিন শিশু। বুধবার সকালে চট্টগ্রাম রেলস্টেশনে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। জিআরপি থানা সূত্র জানায়, ট্রেনের ছাদ থেকে উদ্ধার করা শিশু দুটির পরিচয় অজ্ঞাত। তবে হাতে আঘাতপ্রাপ্ত এক শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সকলেই ছিন্নমূল শিশু। জিজ্ঞাসাবাদে রায়হান নামের আহত শিশুটি জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা সুবর্ণা এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনে পৌঁছার পর তারা ৫ জন ট্রেনের ছাদে উঠে। ট্রেনটি ফেনী স্টেশনের একেবারে কাছাকাছি আসার পর শিশুরা একযোগে লাফালাফি করছিল। সেখানেই দুই শিশু পড়ে যায়। দুজন মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে নিহত হয়। উদ্ধার করা মরদেহ দুটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
×