ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হামদর্দ ল্যাবরেটরীজ সংবর্ধনা ও শিক্ষার্থীদের নবীনবরণ

প্রকাশিত: ০৫:৩০, ২৬ এপ্রিল ২০১৮

হামদর্দ ল্যাবরেটরীজ সংবর্ধনা ও শিক্ষার্থীদের নবীনবরণ

স্বাধীনতা পদক-২০১৮ প্রাপ্তিতে অধ্যাপক ডাঃ এ কে আজাদ খানকে সংবর্ধনা প্রদান এবং কলেজ শিক্ষার্থীদের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হামদর্দ ইউনানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বগুড়ায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজ-এর ভাইস চেয়ারম্যান ও হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইউনানী এ্যান্ড আয়ুর্বেদিক মেডিসিন অনুষদের ডিন এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ এ কে আজাদ খানকে স্বাধীনতা পদক-২০১৮ প্রদান করায় হামদর্দ বাংলাদেশের পক্ষ থেকে তাকে সংবর্ধনা, উত্তরীয় এবং ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান ও সাবেক সচিব কাজী গোলাম রহমান, হামদর্দের চীফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া, ওয়াক্ফ প্রশাসক (অতিরিক্ত সচিব) শহিদুল ইসলাম, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাসুম হাবিব, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান প্রমুখ। বিজ্ঞপ্তি মেহেরপুরে দুই দল ডাকাতের গুলিবিনিময় ॥ নিহত এক সংবাদদাতা, মেহেরপুর, ২৫ এপ্রিল ॥ মেহেরপুর শহরের ব্র্যাক অফিসের পাশের রাস্তায় দুই দল ডাকাতের গোলাগুলিতে ডাকাত সর্দার খাদেমুল (২৮) নিহত হয়েছে। বুধবার ভোরে এ গোলাগুলির ঘটনা ঘটে। সে শহরের শিশু বাগান পাড়ার রেজাউল হকের ছেলে। তার নামে মেহেরপুর থানায় ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ভোরের দিকে ব্র্যাক অফিসের সামনে ডাকাত দলের দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। রাস্তায় পড়ে থাকতে দেখি গুলিবিদ্ধ খাদেমুলের লাশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শূটারগান, তিনটি হাতবোমা ও দেশীয় অস্ত্র।
×