ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বগুড়ায় পাল্লা দিয়ে চলছে ব্যাটারিচালিত রিক্সা ॥ ঘটছে দুর্ঘটনা

প্রকাশিত: ০৫:২৯, ২৬ এপ্রিল ২০১৮

বগুড়ায় পাল্লা দিয়ে চলছে ব্যাটারিচালিত রিক্সা ॥ ঘটছে দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ নগরীতে পথ চলার বড় একটি সমস্যা ও বিড়ম্বনা ব্যাটারিচালিত রিক্সা। প্যাডেল রিক্সার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যাটারিচালিত রিক্সা। সড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে এই রিক্সায়। গত দুই মাসে ব্যাটারিচালিত রিক্সা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক শিশু, এক কলেজ শিক্ষার্থী ও এক ব্যবসায়ী। আহত হয়েছেন পনের জন। এর বাইরে এই রিক্সা নগরীতে যানজটের সৃষ্টি করছে। মাঝে মধ্যে পুলিশ ও পৌর কর্তৃপক্ষ নগরীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিক্সা চলাচল বন্ধ করে দেয়। তারপর অবস্থা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে যায়। কিছুদিন আগে পৌরসভা ও পুলিশ যৌথ অভিযানে ব্যাটারিচালিত অনেক রিক্সা আটক করে। পরে এগুলো ছেড়ে দেয়া হয়। বগুড়া পৌর এলাকায় প্যাডেল (পায়ে চালিত) রিক্সার লাইসেন্স দেয়া আছে ৫ হাজার। বিনা লাইসেন্সে প্যাডেল রিক্সা চলাচল করে আরও প্রায় পনের হাজার। এর সঙ্গে যোগ হয়েছে ব্যাটারিচালিত রিক্সা। সে সংখ্যা দশ হাজারেরও বেশি। প্রতিদিন এই সংখ্যা বাড়ছে। এই রিক্সার চালকের বড় অংশই অনভিজ্ঞ ও আনাড়ি। রিক্সা কিনেই তারা পথে নামায়। প্রতিটি রিক্সার দাম মান ভেদে ৫০ হাজার থেকে ৬৫ হাজার টাকা। প্রতিটি রিক্সার বসার জায়গার নিচে থাকে চারটি ব্যাটারি। প্রতিটি ১২ ভোল্টের। রিক্সার পিছনের দুই চাকার মধ্যবর্তী স্থানে থাকে এক থেকে দুই অর্শ্ব শক্তির (হর্স পাওয়ার) একটি মোটর। ব্যাটারি মোটরকে সচল রাখে। এই রিক্সার ওজন বাড়তি হওয়ায় অনভিজ্ঞ চালকের পক্ষে ব্যালান্স নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। এই অবস্থাতেই চালক রিক্সায় যাত্রী তুলে গন্তব্যে পৌঁছে দেয়। যত বিড়ম্বনা ঘটে এই রিক্সা চলাচলে। ব্যাটারিচালিত রিক্সার চালক মোটর গাড়ি মনে করে পথে ছুটতে থাকে। কে কার আগে যাবে এই পাল্লায় অহরহ দুর্ঘটনা ঘটে। ট্রাফিক বিভাগ ও পৌর কর্তৃপক্ষ নগরীর কেন্দ্রস্থল সাতমাথা, শেরপুর সড়ক, স্টেশন রোড, কবি নজরুল ইসলাম সড়ক, নবাববাড়ি সড়কে ব্যাটারিচালিত রিক্সা চলাচল নিষিদ্ধ করেছে। তারপরও এইসব সড়কে ব্যাটারিচালিত রিক্সা চলছে। নগরীর অন্য এলাকায় এই রিক্সা চলে আরও বেপরোয়া গতিতে। ফলে দুর্ঘটনা ঘটেই চলেছে।
×