ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ক্ষমতার অপব্যবহার

ডিআইজি মিজানকে তলব করেছে দুদক

প্রকাশিত: ০৫:২৭, ২৬ এপ্রিল ২০১৮

ডিআইজি মিজানকে তলব করেছে দুদক

স্টাফ রিপোর্টার ॥ ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর পাঠানো হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, চিঠিতে ডিআইজি মিজানুরকে আগামী ৩ মে সকাল সাড়ে ৯টায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণে আইজিপিকে অনুরোধ জানানো হয়েছে। দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী মিজানুরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির বিভিন্ন অভিযোগের বিষয়টি অনুসন্ধান করছেন। ডিআইজি মিজানুর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। গত জানুয়ারির শুরুর দিকে তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়। তার বিরুদ্ধে দ্বিতীয় বিয়ে গোপন করতে ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী মরিয়ম আক্তারকে গ্রেফতার করানোসহ নারীনির্যাতনের অভিযোগ ওঠে। ভারতে পাচারকালে চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ১৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৫ এপ্রিল ॥ বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা সীমান্তবর্তী নাস্তিপুর গ্রাম থেকে ১৫ কোটি টাকার ৩২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডারগার্ড ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্তের মাথাভাঙ্গা নদী থেকে স্বর্ণের চালানটি জব্দ করা হয়। তবে কোন পাচারকারীকে আটক করা যায়নি।
×