ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জমি বিক্রির টাকায় রহিমা ফুডের মুনাফা

প্রকাশিত: ০৪:১৫, ২৬ এপ্রিল ২০১৮

জমি বিক্রির টাকায় রহিমা ফুডের মুনাফা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দীর্ঘদিন ধরে উৎপাদন থাকার কারণে রহিমা ফুডের বিক্রয় শূন্য রয়েছে। তবে কোম্পানিটির প্রশাসনিক ব্যয় বেড়েছে। যাতে আগের মতো চলতি অর্থবছরের ৯ মাসেও (জুলাই ১৭-মার্চ ১৮) ব্যবসায় লোকসান হয়েছে। যে কোম্পানিটি এরই মধ্যে মোট জমির ৫৬ শতাংশ বিক্রয় করে দিয়েছে। কোম্পানিটির ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। রহিমা ফুডের উৎপাদন বন্ধ থাকার কারণে চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই ১৭-মার্চ ১৮) কোন পণ্য বিক্রয় হয়নি। তবে কোম্পানিটির প্রশাসনিক ও কারখানা ব্যয় বেড়েছে। আগের বছরের ৯৫ লাখ ৭৬ হাজার টাকার প্রশাসনিক ও কারখানা ব্যয় এ বছরের ৯ মাসে বেড়ে হয়েছে ১ কোটি ১ লাখ ৯৫ লাখ টাকা। এদিকে চলতি অর্থবছরের ৯ মাসে রহিমা ফুডের প্রশাসনিক ও কারখানা ব্যয় ১ কোটি ১ লাখ ৯৫ লাখ টাকার পাশাপাশি ডেফার্ড ট্যাক্স বাবদ ৭ লাখ ৭২ হাজার টাকা ও কর বাবদ ২ হাজার টাকা ব্যয় হয়েছে। এক্ষেত্রে মোট ব্যয় হয়েছে ১ কোটি ৯ লাখ ৬৯ হাজার টাকা। আর এই ব্যয়ের বিপরীতে কোম্পানিটির সুদজনিত আয় হয়েছে ২১ হাজার টাকা। যাতে কোম্পানিটির নিট লোকসান হয়েছে ১ কোটি ৯ লাখ ৪৮ হাজার টাকা বা শেয়ার প্রতি ০.৫৫ টাকা। রহিমা ফুডের মোট জমি ছিল ২৩৩.৫০ ডেসিমাল। এর মধ্যে ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ১৮) ১৩১.৫০ ডেসিমাল বা মোট জমির ৫৬ শতাংশ বিক্রয় করে দিয়েছে। কোম্পানিটি এই ১৩১.৫০ ডেসিমাল জমি ১ কোটি ৫ লাখ টাকা দিয়ে কিনেছিল। যা বিক্রয় করা হয়েছে ২০ কোটি টাকায়। এক্ষেত্রে কোম্পানিটির ক্যাপিটাল গেইন হয়েছে ১৮ কোটি ৯৫ লাখ টাকা। তবে এ জাতীয় গেইন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত না হওয়ায় নিট মুনাফা হিসেবে অন্তর্ভুক্ত হয় না।
×