ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কমতে শুরু করেছে আমদানি করা পেঁয়াজের দাম

প্রকাশিত: ০৪:১৫, ২৬ এপ্রিল ২০১৮

কমতে শুরু করেছে আমদানি করা পেঁয়াজের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ হিলি স্থলবন্দরে কমতে শুরু করেছে আমদানি করা পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৮ টাকা পর্যন্ত দাম কমেছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। আমদানি বেড়ে যাওয়ায় দাম কমতির দিকে বলে জানান আমদানিকারকরা। মাস খানেক আগে ভারতের পেঁয়াজ উৎপাদনের জন্য পরিচিত নাচিক, পাটনা ও অন্ধ্রো প্রদেশে বৃষ্টির কারণে পেঁয়াজের সঙ্কট দেখা দেয় সেসব এলাকার মোকামগুলোতে। এর প্রভাবে কমে যায় হিলি স্থলবন্দর দিয়ে পণ্যটির আমদানি। তবে বর্তমানে পেঁয়াজের ভরা মৌসুমে ভারতের ওইসব এলাকার মোকামগুলোতে বেড়েছে মজুদ। এতে হিলি বন্দর দিয়েও বেড়েছে পণ্যটির আমদানি। যার প্রভাব পড়েছে দামে। দেশের এই স্থলবন্দরে গেল সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ২১ থেকে ২২ টাকায়, বর্তমানে দাম নেমে এসেছে ১৫ থেকে ১৬ টাকায়। বন্দরে আসা পাইকাররা বলছেন, কম দামে কিনতে পারায় খুচরা বাজারে কম দামে বিক্রি করতে পারবেন তারা। হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার রিজভী আহমেদ জানায়, সপ্তাহখানেক আগেও প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ। কর্তৃপক্ষের তথ্য মতে, গেল ৬ মাসে এ বন্দর দিয়ে ৭৪ হাজার ৭৮৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
×