ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিশ্বজুড়ে আবারও বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা

প্রকাশিত: ০৪:১২, ২৬ এপ্রিল ২০১৮

বিশ্বজুড়ে আবারও বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বজুড়ে আবারও বড় ধরনের হ্যাকিংয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দেশীয় সাইবার অপরাধ অনুসন্ধান প্রতিষ্ঠান, ক্রাইম রিসার্চ এ্যান্ড এ্যানালাইসিস ফাউন্ডেশনের দাবি, বেশকিছু গোপন টুইটার বার্তা ও কথোপকথনে ‘গ্যান্ডক্র্যাব র?্যানসামওয়ার’ নামে শক্তিশালী একটি ম্যালওয়ার দিয়ে সাইবার হামলার পরীক্ষায় সফল হওয়ার প্রমাণ মিলেছে। এছাড়া, ইন্টারনেটের ডিপ ওয়েভে ছড়িয়ে আছে এ সংক্রান্ত কোডিং বার্তা। চ্যানেল টোয়েন্টিফোরের হাতে এসেছে সেসব প্রমাণ। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দ্রুত নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। ওয়ানাক্রাই র?্যানসমওয়্যার ২০১৭ সালে বিশ্বজুড়ে সবচেয়ে আলোচিত সাইবার হামলা নাম। গেলো বছরের মে মাসে প্রায় ১৫০টি দেশের তিনলাখেরও বেশি কম্পিউটারে একযোগে চালানো হয় এই হামলা। যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের ডাটাবেজ ছাড়াও যার শিকার যুক্তরাজ্য, চীন, রাশিয়া, স্পেন, ইতালির মতো বিশ্বের উন্নত তথ্যপ্রযুক্তির দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বাদ পড়েনি বাংলাদেশও। সাইবার অপরাধ বিষয়ে অনুসন্ধানভিত্তিক দেশীয় প্রতিষ্ঠান ক্রাইম রিসার্চ এ্যান্ড এ্যানালাইসিস ফাউন্ডেশন-ক্র্যাফের আশঙ্কা শক্তিশালী ম্যালওয়্যার দিয়ে ফের চালানো হতে পারে এ ধরনের হামলা। সম্প্রতি ডেভিড মন্টেনিগ্রো নামের এক টুইটার এ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, গ্যান্ডক্র্যাব নামে একটি ভয়ানক ম্যালওয়ার তৈরির পর, এরইমধ্যে চালানো হয়েছে পরীক্ষামূলক হামলা। হ্যাকারদের টুইটার কথোপকথনে সেসব পরীক্ষায় সফল হওয়ার প্রমাণ মেলে। তথ্যপ্রযুক্তির অন্ধকার জগৎ ডিপ ওয়েবে পাওয়া গেছে গ্যান্ডক্র্যাব ম্যালওয়ারে আক্রান্ত কম্পিউটারের কোডিং ভাষার অনুলিপিও। যার শিকার এক বাংলাদেশীকে খুঁজে পাওয়ার দাবি করেছে ক্র্যাফ। ক্রাফের আশঙ্কা, চলতি বছরের যে কোন সময় চালানো হতে পারে গ্যান্ডক্র্যাব ম্যালওয়্যার হামলা। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে দেশের সবচেয়ে শক্তিশালী গবেষণাগারটি সিআইডির। বৈশ্বিক বিবেচনায় তা আহামরি কিছু না হলেও হামলা ঠেকাতে নিজেদের সামর্থ্যে আস্থা রয়েছে পুলিশের এ গোয়েন্দা বিভাগের। তবে হামলার শিকার হওয়ার আগেই কম্পিউটার জাতীয় ডিভাইস ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে, ২০২১ সাল নাগাদ সাইবার হামলায় বিশ্বব্যাপী আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে এক ট্রিলিয়ন ডলার।
×