ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সঙ্গীদের প্রলুব্ধ করতে...

প্রকাশিত: ০৪:১০, ২৬ এপ্রিল ২০১৮

সঙ্গীদের প্রলুব্ধ করতে...

মধ্য আমেরিকার বনভূমিতে ছোট ও বাদামী রঙের এক প্রজাতির ইঁদুরের সন্ধান পাওয়া গেছে। যারা অন্যদের সঙ্গে গান গাওয়ার মাধ্যমে সঙ্গীদের প্রলুব্ধ করে। স্কোটিনোমাইস টিগুইনা প্রজাতির পুরুষ ইঁদুরগুলো গান গেয়ে স্ত্রী ইঁদুরকে আকর্ষণ করার চেষ্টা করে। এই প্রজাতির পুরুষ ইঁদুরগুলো উচ্চৈঃস্বরে গান গায় যদি তাদের পর্যাপ্ত শক্তি থাকে তবেই। শক্তি থাকলে তারা উচ্চৈঃস্বরে গান গাইতে থাকে -এএফপি বহিষ্কৃত হলেন নান ফিলিপিন্স থেকে অস্ট্রেলিয়ান ক্যাথলিক নান সিস্টার প্যাট্রেসিয়া ফক্সকে (৭১) বহিষ্কার করা হয়েছে। প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তের শাসনামলে মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। সিস্টার প্যাট্রেসিয়া হচ্ছেন দ্বিতীয় বিদেশী যিনি দুতের্তের সমালোচনা করে বিতাড়িত হলেন। এর আগে ইতালিয়ান নাগরিক গিয়ামোমো ফিলিবিক বিতাড়িত হন। প্যাট্রেসিয়ার ভিসা বাতিল করা হয়েছে। তাকে ৩০ দিনের মধ্যে ফিলিপিন্স ত্যাগ করতে বলা হয়েছে। তিনি ১৯৯০ সাল থেকে ফিলিপিন্সে আছেন -এএফপি
×