ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনী ঔপন্যাসিক নসুরুল্লাহ পেলেন আইপিএএফ পুরস্কার

প্রকাশিত: ০৪:০৯, ২৬ এপ্রিল ২০১৮

ফিলিস্তিনী ঔপন্যাসিক নসুরুল্লাহ পেলেন আইপিএএফ পুরস্কার

দুঃসহ অমানবিকতার কাহিনী ‘দ্য সেকেন্ড ওয়ার অব দ্য ডগ’ উপন্যাসের জন্যে এ বছর ফিলিস্তিনী ঔপন্যাসিক ইব্র্রাহিম নসুরুল্লাহ পেলেন শীর্ষ আরব পুরস্কার ইন্টারন্যাশনাল প্রাইজ ফর আরব ফিকশন (আইপিএএফ)। সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবারে এক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে নসুরুল্লাহকে এ পুরস্কার দেয়া হয়। সন্ত্রাস ও সংঘর্ষময় নামবিহীন একটি দেশ ‘ফিলিস্তিনের’ নাগরিক ও সামাজিক জীবনের অমানবিকতার কাহিনী নিয়ে রচিত উপন্যাস ‘দ্য সেকেন্ড ওয়ার অব দ্য ডগ’। নসুরুল্লাহ সংবাদ মাধ্যমকে তার প্রতিক্রিয়ায় বলেন, ‘বিশ্বের বড় বড় শক্তির ঔদ্ধত্বমূলক নিপীড়নের শিকার আমার প্রিয় জন্মভ’মি। এখানে শিশুদের হত্যা করা হচ্ছে, আমাদের দারিদ্র্যের দিকে ঠেলে দেয়া হচ্ছে, আরব বিশ্বের সম্পদ লুণ্ঠন করা হচ্ছে।’ -এএফপি ভারতের স্বঘোষিত ধর্মগুরু আসারামের যাবজ্জীবন কারাদ- ভারতের স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু (৭৭) ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়েছে। পাঁচ বছর আগে রাজস্থানে নিজের আশ্রমে ১৬ বছর বয়সী এক কিশোরীকে তিনি ধর্ষণ করেন। বুধবার যোধপুর কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত এক অস্থায়ী আদালতে তাকে দোষী সাব্যস্ত করে রায় দেন বিচারক মধুসূদন শর্মা। খবর এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়ান এক্সপ্রেসের। আসারামের রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজস্থানসহ ভারতের চার রাজ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
×