ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিচার দাবিতে রুয়েট কর্মচারিদের বিক্ষোভ

প্রকাশিত: ২২:৩৬, ২৫ এপ্রিল ২০১৮

বিচার দাবিতে রুয়েট কর্মচারিদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাস চালক আব্দুস সালাম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার দাবিতে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কর্মচারিরা। আজ বুধবার বেলা ১১টার দিকে দিকে রুয়েটের প্রশাসন ভাবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে কর্মচারিরা। মিছিলটি তালাইমারী মোড় হয়ে রুয়েটের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ করে সেখানে মহাসড়ক অবরোধ করে। এ সময় রুয়েট কর্মচারিরা আবদুস সালামের হত্যাকারিদের দ্রুত গ্রেফতার দাবি জানান। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে ক্যাম্পাসে ঢুকিয়ে দেয়। এরপর তারা প্রশাসন ভবনের সামনে সমাবেশ করে। এসময় রুয়েটের কর্মচারীরা আবদুস সালামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। তারা বলেন, প্রশাসন ২৪ ঘন্টার মধ্যে আসামি ধরতে পারেনি। তারা রুয়েট ক্যাম্পাস অরক্ষিত উল্লেখ করে বলেন এখানে কর্মচারীদের কোন নিরাপত্তা নেই। বহিরাগতদের উৎপাত লেগেই থাকে। সামবেশ থেকে অগামী ২৪ ঘন্টার মধ্যে আসামি ধরতে হবে বলে দাবি জানান কর্মচারিরা। একই সমাবেশ থেকে রুয়েট ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভ ক্যামেরা স্থাপন ও পুলিশের পাশাপাশি ক্যাম্পাসে নিজস্ব নিরাপত্তা জোরদারের দাবি জানান। প্রসঙ্গত, সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রুয়েট ক্যাম্পাসের অভ্যান্তরে বাস চালক আব্দুস সালামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বাসচালক হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে পলাশ বাদি হয়ে মঙ্গলবার সকালে মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেফতার করে। এ ঘটনায় মঙ্গলবার কর্মচারিরা কর্মবিরতি ও বিক্ষোভ করে। বাসচালক আব্দুস সালামের খুনিদের গ্রেফতার দাবিতে কর্মবিরতি ঘোষণা দিয়ে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়।
×