ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিরপুর গ্যাস লাইনে ভয়াবহ বিস্ফোরণ শিশুর মৃত্যু মা-বাবা দগ্ধ

প্রকাশিত: ০৯:২২, ২৫ এপ্রিল ২০১৮

মিরপুর গ্যাস লাইনে ভয়াবহ বিস্ফোরণ শিশুর মৃত্যু মা-বাবা দগ্ধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে গ্যাসলাইনে ভয়াবহ বিস্ফোরণে তামিম নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন শিশুটির পিতা-মাতা। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা সোহাগ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার রাত দেড়টায় জনকণ্ঠকে জানান, রাত পৌনে বারোটার দিকে মিরপুর-১১ নম্বরে ৩ নম্বর সড়কের একটি পাঁচতলা বাড়ির নিচতলায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণে পিতা-মাতা ও তাদের প্রায় এক বছর বয়সী শিশু তামিম মারাত্মক দগ্ধ হয়। শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। পিতা মানিক (৩৫) ও তার স্ত্রী মিনাকে (২২) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। জানা গেছে, ময়মনসিংহের নান্দাইল উপজেলার চ-িপাশা গ্রামের বাসিন্দা মানিক ওই বাসায় দারোয়ান হিসেবে কর্মরত। স্ত্রী-সন্তান নিয়ে সেখানেই বসবাস করতেন। মানিক পুলিশকে জানিয়েছেন, রাতে রুমের ভেতর মোটরের সুইচ অন করার পর রিজার্ভ ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর চুল থেকে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত আগুনে ঝলসে গেছে। মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল ফারুক সাংবাদিকদের জানান, গ্যাসলাইনের লিকেজ থেকে সিগারেটের আগুনে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শ্যামলীতে ট্রাক চাপায় রিক্সাচালক নিহত ॥ এদিকে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে শিশুমেলার সামনে ট্রাক চাপায় শাহজাহান (৪৫) এক রিক্সা চালক নিহত হয়েছে। শেরেবাংলানগর থানার উপপরিদর্শক আব্দুল জলিল জনকণ্ঠকে জানান, তার পিতার নাম হায়দার আলী (মৃত)। বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানাধীন গোবিন্দরাজ এলাকার দেবোত্তর গ্রামে। তিনি ষাট ফুট এলাকায় থাকতেন।
×