ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ানডের নেতৃত্বে রুমানা, টি২০’র নেতৃত্বে সালমা

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ নারী দল

প্রকাশিত: ০৭:০৫, ২৫ এপ্রিল ২০১৮

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ নারী দল

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় পাঁচ ওয়ানডে ও তিন টি২০ ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বিপক্ষে লড়াই করবে। এ সফরের জন্য মঙ্গলবার ১৬ সদস্যের নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘোষিত দলে ওয়ানডের নেতৃত্ব দেবেন রুমানা আহমেদ। টি২০’র নেতৃত্ব দেবেন সালমা খাতুন। এ সফরের জন্য ২৮ এপ্রিল দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবেন নারী ক্রিকেটাররা। ঘোষিত দলে রুমানা, সালমা ছাড়াও আছেন নিগার সুলতানা, ফারজানা হক পিংকি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিম, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, মুরশিদা খাতুন ও জাহানারা আলম। প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে ৪ মে। এর আগে ২ মে একটি প্রস্তুতি ম্যাচ আছে। ৪ মে প্রথম ওয়ানডের পর ৬ মে দ্বিতীয়, ৯ মে তৃতীয়, ১১ মে চতুর্থ ও ১৪ মে পঞ্চম ওয়ানডে রয়েছে। ওয়ানডে সিরিজের পর ১৭ মে প্রথম টি২০, ১৯ মে দ্বিতীয় ও ২০ মে তৃতীয় টি২০ খেলে ২১ মে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবেন নারী ক্রিকেটাররা। বকুলকে বাঁচাতে চ্যারিটি দাবা স্পোর্টস রিপোর্টার ॥ চিকিৎসাধীন অসুস্থ সাবেক জাতীয় দাবাড়ু পিজে বকুল বড়ুয়ার সাহায্যার্থে এসিপিবি চ্যারিটি ফিদে র‌্যাপিড রেটিং দাবা আগামী শুক্রবার সকাল ১০টা থেকে জাতীয় ক্রীড়া পরিষদের শুরু হবে। দিনব্যাপী অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ সবার জন্য উন্মুক্ত। অংশগ্রহণে আগ্রহী দাবাড়ুদের বৃহস্পতিবারের মধ্যে বাংলাদেশ দাবা ফেডারেশনের অফিসে নির্ধারিত এন্ট্রি ফিসহ নাম জমা দিতে হবে।
×