ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনুর্ধ-১৮ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন

প্রকাশিত: ০৭:০৪, ২৫ এপ্রিল ২০১৮

অনুর্ধ-১৮ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় ‘সাইফ পাওয়ার ব্যাটারি বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৭’-এ অংশগ্রহণকারী ১২ ক্লাবের অ-১৮ ফুটবল দলের অংশগ্রহণে আগামী ২৬ এপ্রিল-১২ মে পর্যন্ত ‘ওয়ালটন অ-১৮ ফুটবল টুর্নামেন্টে’র খেলা ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের লোগো উন্মোচন এবং টুর্নামেন্টের সার্বিক বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে আজ বুধবার বেলা ১২টায় বাফুফে ভবনের কনফারেন্স রুমে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। খোকসা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ কুষ্টিয়ার কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শেষ হয়েছে শেখ জুলমত আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। মাসব্যাপী টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছে খোকসা ফুটবল একাদশ। সোমবার কুমারখালীর দুর্গাপুর স্কুল মাঠে ৩০ হাজার দর্শকের উপস্থিতিতে ফাইনাল ম্যাচে গোপগ্রাম সবুজ সংঘকে ১-০ গোলে পরাজিত করে খোকসা ফুটবল একাদশ। ম্যাচে দু’দলেই খেলেছেন বেশ কয়েকজন তারকা ফুটবলার। গোপগ্রামের হয়ে খেলেন নাইজিরিয়ার ১০ জন ফুটবলার। তবু জিততে পারেনি তারা। বরং বাংলাদেশ জাতীয় দল ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কয়েকজন ফুটবলারকে খেলিয়ে বাজিমাত করেছে খোকসা। ফাইনালে জয়সূচক একমাত্র গোল করে ম্যাচসেরা পুরস্কার জিতেছেন খোকসা ফুটবল একাদশের নাসিম। টুর্নামেন্টে ধারাবাহিকভাবে দুর্দান্ত নৈপুন্য প্রদর্শন করে সেরা খেলোয়াড় হয়েছেন একই দলের রাজিব। ফাইনালে গোপগ্রামের হয়ে খেলা নাইজিরিয়ার ফুটবলাররা হলেনÑ ফিলা, প্রিন্স, স্টেফেন, ডায়ালো, মোসেস, সিকো এ্যাডা, মেসি, দারুস, প্যাট্রিক্স ও ওলিভা। দলটির একমাত্র দেশী খেলোয়াড় ছিলেন গোলরক্ষক আরমান। অন্যদিকে খোকসার হয়ে খেলেছেন রিপন, কেষ্ট, কিরণ, নাসিম, লিটন, ইমরান, রাজিব, আমিন, নাসিম (২), আশা ও কিরণ (২)। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার দেন কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান।
×