ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাস্টার্স ক্রিকেট কার্নিভ্যালেই ১০০ বলের খেলা

প্রকাশিত: ০৭:০২, ২৫ এপ্রিল ২০১৮

মাস্টার্স ক্রিকেট কার্নিভ্যালেই ১০০ বলের খেলা

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডে ১০০ বলে খেলা প্রচলন হওয়ার কথা শোনা যাচ্ছে। ১৫ ওভার ৬ বল করেই হবে। ১৬তম ওভারটি ১০ বলের হবে। শেষ ওভারটিতে তিন বোলার বোলিং করবেন। ইংল্যান্ডে এ ধরনের ক্রিকেট চালু হওয়ার আগে বাংলাদেশেই তা চালু হয়ে যাচ্ছে। মাস্টার্স ক্রিকেট কার্নিভ্যালের তৃতীয় আসরেই ১০০ বলের ক্রিকেট দেখা যাবে। তবে শেষ ওভারটি এখানে একজন বোলারই করবেন। সাবেক ক্রিকেটারদের নিয়ে ২ মে এ কার্নিভ্যাল শুরু হবে। শেষ হবে ৫ মে। বরাবরের মতো কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই ভেন্যুতেই খেলা হবে। মঙ্গলবার এ নিয়ে এক সংবাদ সম্মেলনও হয়। ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভ্যালের ‘খেলোয়াড় বাছাই’ও মঙ্গলবার হয়ে গেছে। এ বাছাই কার্যক্রমের দিনটিতে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন জানান, ‘এবার আমরা ১০০ বলের ম্যাচ খেলব। আশাকরি, টুর্নামেন্টটা গত দুই বছরের মতো সফল হবে।’ কিভাবে হবে এ খেলা? আরেক সাবেক অধিনায়ক আকরাম খান জানান, ‘এটা আমাদের কাছে নতুন একটা আইডিয়া। আমরা চেষ্টা করে দেখি, এটা কেমন। যদি মনে হয় এটা ভাল হচ্ছে, উত্তেজনা ছড়াচ্ছে, তাহলে ভবিষ্যতেও এটা হতে পারে। ১৫ ওভার স্বাভাবিক নিয়মেই হয়ে যাবে। শেষ ওভারের ১০ বল একজন বোলারই করবে।’ ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, ‘সাবেক কিংবদন্তিদের পাশে থাকতে এমসিসির সঙ্গে আমরা সবসময় ছিলাম। ভবিষ্যতেও থাকব। ক্রিকেটারদের সঙ্গে কক্সাবাজারে সবার সময়টা কাটেও বেশ।’ গত দুই আসরে এ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে ৬ দল অংশ নেয়। এবার অংশ নেবে পাঁচ দল। ক্রিকেটার সঙ্কটে এবার পাঁচ দল অংশ নিচ্ছে। বেক্সিমকো ঢাকা মাস্টার্স, সিক্সার্স সিলেট মাস্টার্স, আম্বার চট্টগ্রাম মাস্টার্স, রাজশাহী মাস্টার্স ও খুলনা মাস্টার্স অংশ নেবে। পাঁচ দলের সবাই একে অপরের বিপক্ষে খেলবে লীগপর্বে। সেরা দুই দল ফাইনালে খেলবে। ম্যাচগুলো সরাসরি চ্যানেল আই সম্প্রচার করবে। যাদের শ্রম, মেধা আর নিবিড় অধ্যবসায়ে সমৃদ্ধ হয়েছে এদেশের ক্রিকেট, আবারও মাঠের ক্রিকেটে ফিরছেন স্বর্ণালী সে সময়ের তারকারা। বাংলাদেশের জার্সি গায়ে যারা জাতীয় দল, এ’দল কিংবা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে কমপক্ষে ৫ বছর খেলেছেন তাদের অংশগ্রহণে তৃতীয়বারের মতো এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। প্রতিটি দল আইকনসহ ৫ ক্রিকেটারকে এবারের আসরের জন্য আগেই নিশ্চিত করেছে। বাকি ক্রিকেটারদের ‘প্লেয়ার ড্রাফটে’ নেয়া হয়েছে। খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে থাকছে ঢাকা, আকরাম খান চট্টগ্রামের নেতৃত্ব দেবেন। খুলনার দলপতি ফারুক আহমেদ। রাজশাহীর অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সিলেটের নেতৃত্বে থাকছেন নাইমুর রহমান দুর্জয়। প্রতিবারের মতো চারদিনের এ টুর্নামেন্টে সাবেকদের মিলনমেলাও হবে।
×