ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৬:১৩, ২৫ এপ্রিল ২০১৮

টুকরো খবর

নির্মাণাধীন ব্রিজ ধসে শ্রমিক নিহত নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৪ এপ্রিল ॥ বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামে মঙ্গলবার নির্মাণাধীন একটি ব্রিজের মাটি ধসে আমিনুল ইসলাম (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় এক দম্পতি আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকে বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও ভাটা হয়ে দোগাছি বাজারগামী রাস্তায় সনগাঁও সরকারপাড়া গ্রামে একটি ব্রিজ নির্মাণ কাজ চলছিল। সকাল ৯টার দিকে নির্মাণ শ্রমিকরা পুরাতন ব্রিজের ইট সুরকি তোলার সময় হঠাৎ ব্রিজের উত্তর পার্শ্বের রাস্তার মাটি ধসে শ্রমিকসহ তিন জন চাপা পড়ে। রামগতিতে ১৫ দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৪ এপ্রিল ॥ রামগতি উপজেলা বিবিরহাট বাজারে অগ্নিকা-ে ১৫টি দোকানঘর পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার ভোরে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ইলেক্ট্রনিক্স দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানায়, ভোরে অগ্নিকা-ের ঘটনা ঘটলে আগুন দ্রুত বাজারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিস প্রায় দেড়ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে বাজারের ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। নেত্রকোনা নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, জেলার পূর্বধলা উপজেলার হোগলা চৌরাস্তা বাজারে সোমবার রাতে অগ্নিকা-ে চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। জানা গেছে, রাত সাড়ে এগারোটার দিকে চৌরাস্তা বাজারের ইসমাইল হোসেনের মুদি দোকানে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, জ¦লন্ত কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ওই মুদি দোকানসহ আশপাশের চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, মুদি দোকান, ওষুধের দোকান, ধানের গুদাম ও রিক্সার গ্যারেজ। খবর পেয়ে দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
×