ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে ছাত্রকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:১১, ২৫ এপ্রিল ২০১৮

ঝালকাঠিতে ছাত্রকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৪ এপ্রিল ॥ রাজাপুরে এক আলিম পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অপরদিকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টায় শুক্কুর আলী হাওলাদার (২০) নামে আলিম পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি গ্রামের একটি রাস্তা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের মাথায় এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় নাসির হোসেনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, রাজাপুর উপজেলার দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের দুলাল হাওলাদারের বড় ছেলে শুক্কুর পড়ালেখার পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত। সে এবছর রাজাপুর ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নেয়। দিনে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে রাতে বাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়। রাতেই পুলিশ শুক্কুরের মরদেহ এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে। মঙ্গলবার সকালে রাজাপুরের তুলাতলি এলাকায় জাহাঙ্গীর হোসেন হাওলাদার (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ায় অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে বলে তার পরিবার দাবি করেছে। পাবনায় যুবক নিজস্ব সংবাদদাতা, পাবনা থেকে জানান, পৌর এলাকার নারায়ণপুরে শাহেদ হাসান শুভ (২২) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতের কোন এক সময় এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শুভ পাবনার নারায়ণপুর উত্তরপাড়া মহল্লার আরশেদ আলমের ছেলে। শুভর বড় ভাই ও সরকারী এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট রাশেদ আলী সোহেল জানান, এইচএসসি ফেল করার পর নিজ বাসার নিচেই শুভকে পরিবারের পক্ষ থেকে মুদিখানা দোকান করে দেয়া হয়। প্রতিদিন সে অনেক রাতে বাসায় ফিরত। মঙ্গলবার সকালে শুভকে ঘরে না দেখে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। পরে বাসা সংলগ্ন তার চাচা মাসুদ পারভেজের চারতলা বাড়ির ছাদে শুভকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়া হয়। নিহত শুভ কিছুদিন আগ পর্যন্ত ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিল। পরিবারের চাপে সম্প্রতি রাজনীতি ছেড়ে সে ব্যবসায় জড়িত হয়। গাইবান্ধায় গৃহবধূ নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার মামুদপুর পাতারেরপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে আব্দুর রশিদ স্ত্রী নছিরন বেগমকে (৫০) হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। এলাকাবাসী জানায়, ওই গ্রামের আব্দুর রশিদের সঙ্গে দীর্ঘদিন থেকে প্রতিবেশী মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তাকে ফাঁসাতে সোমবার রাতে স্ত্রীকে মারপিটের পর শ্বাসরুদ্ধ করে হত্যার পর তার লাশ ওই বিরোধপূর্ণ জমিতে রেখে আসে রশিদ। লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পুলিশ স্বামী আব্দুর রশিদ, শাহজাহান, মিজান মিয়া, সিরাজ মিয়া, মনোয়ারা বেগম ও রশিদের ভাতিজা মনোয়ারুলকে আটক করেছে।
×