ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভোলায় জলদস্যুদের হামলা ॥ ৮ জেলেকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৬:০৮, ২৫ এপ্রিল ২০১৮

ভোলায় জলদস্যুদের হামলা ॥ ৮ জেলেকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৪ এপ্রিল ॥ ভোলার মেঘনা নদীতে জলদস্যুরা তিনটি মাছধরা ট্রলারের ওপর হামলা চালিয়েছে। এ সময় জলদস্যুরা হামলা চালিয়ে আট জেলেকে কুপিয়ে আহত করে তাদের জালসহ মালামাল লুট করে নিয়েছে। গুরুতর আহতদের স্থানীয় জেলেরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছে। সোমবার রাত ১২ টার দিকে ভোলা সদরের রাজাপুর বঙ্গের চর ইলিশা এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আহত জেলে ও স্থানীয়রা জানান, বিভিন্ন এনজিও ঋণের টাকা পরিশোধের চাপে পড়ে রাতে লুকিয়ে তিনটি ট্রলারে করে ১৫ জেলে মাছ শিকার করতে যায়। ওই সময় ৫/৬ টি ট্রলার নিয়ে ৩০/৩৫ জন জলদস্যু তাদের চারপাস ঘিরে অস্ত্রের মুখে জিম্মি করে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ৫ লাখ টাকার জাল, ২ টি ট্রলারের ইঞ্জিন ও ৩ টি সোলার প্যানেল ও ব্যাটারি নিয়ে যায়। পরে স্থানীয় জেলেরা খবর পেয়ে তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হচ্ছেন ছিদ্দিক মাঝি,বারেক মাঝি, রশিদ মাঝি, রাসেল মাঝি, মহাসিন, ইয়াকুব ও সিরাজ।
×