ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৬:০৭, ২৫ এপ্রিল ২০১৮

সাতক্ষীরায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ স্বামী পরিত্যক্তা মহিলাকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুণাথ চক্রবর্ত্তী এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম রফিকুল ইসলাম শিপন ওরফে আলমগীর। তিনি সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর এলাকার অজেদ আলীর ছেলে। বর্তমানে সে পলাতক রয়েছে। উল্লেখ্য, আসামি শিপন ওরফে আলমগীর ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর একই উপজেলার মুড়াগাছা এলাকায় আকবর আলী মোড়লের বাড়িতে রাত যাপন করেন। গভীর রাতে প্রকৃতির ডাকে আকবর আলীর মেয়ে সালমা খাতুন খুকু বাইরে আসলে আসামি শিপন ওরফে আলমগীর তাকে ধর্ষণের চেষ্টা করেন। এক পর্যায়ে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শিপন ওরফে আলমগীর তাকে শ্বাসরোধে হত্যা করে। অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ জায়েদ আলম নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে। মঙ্গলবার ভোর ৫টায় টেকনাফের নয়া পাড়া রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ এ অভিযান চালায়। ধৃত সন্ত্রাসী রোহিঙ্গা উলা মিয়ার পুত্র। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে জায়েদ আলম ডাকাতি করার উদ্দেশ্যে সে ঐ অস্ত্র ও গুলি সেখানে লুকিয়ে রেখেছিল বলে স্বীকার করেছে। জায়েদের বিরুদ্ধে অস্ত্র এবং ডাকাতি প্রস্তুতি মামলাসহ একাধিক মামলা বিচারাধীন আছে। সে টেকনাফ এলাকায় রোহিঙ্গা ডাকাত সর্দার হিসেবে পরিচিত। রোহিঙ্গা ডাকাত আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে নয়াপড়া শরণার্থী ক্যাম্পের পাশে ইবিসি ব্রিক ফিল্ডে অস্ত্র গুলি রেখেছে মর্মে স্বীকারোক্তি দেয়। ওই ব্রিক ফিল্ডের উত্তর পশ্চিম কোনে ইটের নিচ থেকে জায়েদ আলমের দেখানো ও বের করে দেয়া ২ রাউন্ড গুলি ভর্তি ২টি এলজি উদ্ধার করেছে পুলিশ।
×