ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে ছুরিকাঘাতে আহত রুবেলের মৃত্যু

প্রকাশিত: ০৬:০৭, ২৫ এপ্রিল ২০১৮

যশোরে ছুরিকাঘাতে আহত রুবেলের মৃত্যু

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ দুর্বৃত্তদের ছুরির আঘাতে আহত যুবক রুবেল হোসেন মারা গেছেন। গত শুক্রবার তাকে ছুরি মেরেছিল একদল সন্ত্রাসী। রুবেলের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি ইজিবাইক চালাতেন। কিন্তু পুলিশ বলছে, রুবেলের বিরুদ্ধে সন্ত্রাসের অনেক অভিযোগ রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রুবেল মারা যান। তিনি শহরের রেলগেট পশ্চিমপাড়ার শহিদ ড্রাইভারের ছেলে। বাবা শহিদ বলেন, ‘আমার ছেলে রুবেল হোসেন ইজিবাইক চালাত। গত শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়ে বাড়ি ফিরছিল সে। এসময় একই এলাকার রমজান, তুহিন, সাইদ, পলাশ, সাগর, লিটন ও মোহন তাকে এলোপাতাড়ি ছুরি মারে। খবর পেয়ে আমরা রুবেলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ওইদিনই তাকে আমরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানকার ডাক্তার আমাদের জানিয়ে দেন, রুবেলের অবস্থা ভাল। তাকে বাড়ি নিয়ে যাওয়া যেতে পারে। আমরা তাকে যশোর আনার সময় মেডিক্যাল কলেজ হাসপাতালের গেটে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, ‘রুবেল একজন সন্ত্রাসী ছিল। তার বিরুদ্ধে কোতোয়ালিসহ বিভিন্ন থানায় বিস্ফোরক, অস্ত্র, পুলিশ হত্যাচেষ্টা ও মাদকের সাতটি মামলার রয়েছে।
×