ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রানা প্লাজা ট্র্যাজেডির ৫ বছর পূর্তিতে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ০৫:৫৩, ২৫ এপ্রিল ২০১৮

রানা প্লাজা ট্র্যাজেডির ৫ বছর পূর্তিতে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি

অর্থনৈতিক রিপোর্টার ॥ নিহতদের স্মরণে শহীদ বেদিতে শ্রদ্ধা, প্রদীপ প্রজ্বালন ও মিছিলের মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠন ও ক্ষতিগ্রস্তদের পরিজনরা ভিড় জমায় বিশ্বের ইতিহাসের ভয়াবহতম শিল্প দুর্ঘটনা হিসেবে পরিচিত রানা প্লাজার সামনে। তারা সেখানে নির্মিত বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একই সঙ্গে নিখোঁজ শ্রমিকদের সন্ধান, ক্ষতিপূরণ ও দায়ীদের বিচারের দাবি তুলেন। দুর্ঘটনার পাঁচ বছর পরেও নিখোঁজ শ্রমিকদের ছবি হাতে নিয়ে অভিশপ্ত রানা প্লাজার সামনে ভিড় করেছেন স্বজনরা। এ দিন জুরাইন কবরস্থানে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের কবরে শ্রদ্ধা জানান আহত, নিখোঁজ ও নিহত শ্রমিকদের স্বজন, পোশাক মালিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। দোষীদের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তারা ভবন মালিক রানার তিন বছরের কারাদ-ের বদলে ফাঁসি দাবি করেন। ভবন ধসের পাঁচ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে স্থানীয় পোশাক কারখানার শ্রমিক, শ্রমিক সংগঠনের নেতাকর্মী, নিহতদের স্বজনরা ও সাধারণ মানুষ ভিড় করেন সাভারে অবস্থিত রানা প্লাজার শহীদ বেদিতে। এ উপলক্ষে সকালে ঢাকা-আরিচা মহাসড়কে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং রানা প্লাজার সামনে শহীদ বেদিতে ফুল দিয়ে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যরাও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া নিহত শ্রমিকদের স্মরণে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাভারের সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান। এ সময় রানা প্লাজার সামনে নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন এবং রানা পাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবি করেন। এ দিকে, রানা প্লাজার পাঁচ বছর পূর্তি উপলক্ষে নিহত ও আহত শ্রমিকদের স্মরণে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত শ্রমিকরা অবিলম্বে ভবন মালিক রানাসহ দোষীদের ফাঁসি ও সরকারকে ভবন ধসে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান। শ্রমিকদের স্বজনেরা বলেন, ভবন ধসের পাঁচ বছর পার হয়ে গেছে। এখনও অনেক নিহত শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকরা ক্ষতিপূরণ পায়নি। ফলে, অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিতে না পারায় অনেক আহত শ্রমিক স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। এ দিকে রানা প্লাজা ধসের ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণে রাজধানীর জুরাইন কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রমিক সংগঠন ও পোশাক মালিক, আহত ও নিহতদের স্বজন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান নেতারা। এ্যাকশন এইডের প্রতিবেদনের তথ্য ভিত্তিহীন দাবি বিজিএমইএ’র ॥ রানা প্লাজা ধসে আহত পোশাক শ্রমিকের ৪৮ দশমিক ৭ শতাংশ বেকার এ্যাকশন এইডের এমন তথ্য ভুয়া বলে দাবি করেছেন বিজিএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির। মঙ্গলবার দুপুরে রাজধানীর জুরাইন করবস্থানে রানা প্লাজা ধসের পাঁচ বছর পূর্তি উপলক্ষে নিহত শ্রমিকদের কবর জিয়ারত শেষে সংবাদিকদের তিনি এ কথা বলেন। সম্প্রতি প্রকাশিত বেসরকারী সংস্থা এ্যাকশন এইড পরিচালিত জরিপের তথ্য অনুযায়ী-রানা প্লাজা ধসে আহত পোশাক শ্রমিকের ৪৮ দশমিক ৭ শতাংশ বেকার। তারা অন্তত ছয় মাস ধরে কোন কাজ করছেন না।
×