ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশুদ্ধ পানি বাজারজাত নিশ্চিতকরণে বিএসটিআই’র সভা

প্রকাশিত: ০৫:৩০, ২৫ এপ্রিল ২০১৮

বিশুদ্ধ পানি বাজারজাত নিশ্চিতকরণে বিএসটিআই’র সভা

বিশুদ্ধ পানি বাজারজাত নিশ্চিতকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। আজ মঙ্গলবার তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএসটিআই’র মহাপরিচালক জনাব সরদার আবুল কালাম। এছাড়াও বক্তব্য রাখেন বিএসটিআই’র পরিচালক (সিএম) প্রকৌশলী এস. এম. ইসহাক আলীসহ বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মিনারেল এ্যান্ড পিউরিফাইড ড্রিংকিং ওয়াটার এর সভাপতি প্রকৌশলী এ. মতিন চৌধুরী, পিওর ড্রিংকিং ওয়াটার ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি আওলাদ হোসেন রাজীব, সাধারণ সম্পাদক কে.এম. আরিফ উল কবীরসহ বিভিন্ন ব্র্যান্ডের পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×