ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ হবে বিশ্বের ইলেকট্রনিক্স পণ্যের কেন্দ্র

প্রকাশিত: ০৫:৩০, ২৫ এপ্রিল ২০১৮

বাংলাদেশ হবে বিশ্বের ইলেকট্রনিক্স পণ্যের কেন্দ্র

অর্থনৈতিক রিপোর্টার ॥ দ্রুত পরিবর্তনশীল ইলেকট্রনিক্স ব্যবসার বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার প্রত্যয় নিয়ে শেষ হলো ওয়ালটনের চারদিন ব্যাপী আন্তর্জাতিক পরিবেশক সম্মেলন। সম্মেলনের শেষ দিন মঙ্গলবার ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এসএম শামসুল আলম বলেন, ওয়ালটনের লক্ষ্য আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ। ৪ দিনের সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশে ওয়ালটনের ২০টি অঞ্চলের এরিয়া ম্যানেজার, সার্ভিস সেন্টার প্রধান, ৮৮৭ জন ডিস্ট্রিবিউটর এবং ৪ হাজার ৬৩ জন ডিলার ও সাব-ডিলারসহ প্রায় ৬ হাজার ব্যবসায়ী। বক্তারা বলেন, ওয়ালটনের প্রবৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ হবে বিশ্বের ইলেকট্রনিক্স পণ্যের হাব বা কেন্দ্র। সম্মেলনে ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান এসএম নূরুল আলম রিজভী বলেন, স্থানীয় বাজারে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের পাশাপাশি কম্পিউটার, ল্যাপটপ ও স্মার্টফোনের মত আইসিটি ডিভাইস উৎপাদন শুরু করেছেন তারা। বিশ্বব্যাংকের সুদ বাড়বে ১৬৬ শতাংশ অর্থনৈতিক রিপোর্টার ॥ মাথাপিছু আয় বেড়ে যাওয়ায় শীঘ্রই বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের ঋণের সুদ হার বেড়ে যাবে প্রায় ১৬৬ শতাংশ। তবে এ নিয়ে চিন্তিত নন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, এটা অবধারিত ছিল। সুদ বাবদ খরচ বাড়লেও অর্থমন্ত্রীর আশা, বাড়বে বিনিয়োগ সম্ভাবনাও। মাথাপিছু আয় বেড়ে যাওয়ায় শীঘ্রই বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের ঋণের সুদ হার বেড়ে যাবে প্রায় ১৬৬ শতাংশ। তবে এ নিয়ে চিন্তিত নন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, এটা অবধারিত ছিল। সুদ বাবদ খরচ বাড়লেও, বাড়বে বিনিয়োগ সম্ভাবনা।
×