ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে নতুন ওষুধ রফতানি করল বেক্সিমকো

প্রকাশিত: ০৫:২৬, ২৫ এপ্রিল ২০১৮

যুক্তরাষ্ট্রে নতুন ওষুধ রফতানি করল বেক্সিমকো

তৃতীয় ওষুধ হিসেবে যুক্তরাষ্ট্রে মেথোকার্বামল (৫০০ মি.গ্রা. ও ৭০০ মি.গ্রা.) রফতানি শুরু করেছে বেক্সিমকো ফার্মা। এই ওষুধের প্রথম চালানটি গত ২১ এপ্রিল পাঠানো হয়। কোম্পানি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিশ্বের সবচেয়ে বড় ওষুধের বাজার যুক্তরাষ্ট্রে মেথোকার্বামল রফতানি বেক্সিমকো ফার্মার তৃতীয় ওষুধ। এর আগে ২০১৬ সালের আগস্টে কার্ভেডিলল এবং ২০১৭ সালের নবেম্বরে সোটালল নামের ওষুধ রফতানি করা হয়। মেথোকার্বামল অক্সিলিয়াম ফার্মাসিউটিক্যালসের মাসেল রিলাক্সেনট ওষুধ রবাক্সিনের জেনেরিক সমতুল্য। আইকিউভিআইএর তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে মেথোকার্বামলের বাজার প্রায় ১৮৬ কোটি ৯৬ লাখ টাকা। এ প্রসঙ্গে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান, বলেন, যুক্তরাষ্ট্রে তৃতীয় ওষুধ রফতানির মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় বাজারটিতে আমাদের অবস্থান শক্তিশালী হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×