ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিগারেটের আগে বিড়ি শিল্প বন্ধ না করার দাবি

প্রকাশিত: ০৫:২৬, ২৫ এপ্রিল ২০১৮

সিগারেটের আগে বিড়ি শিল্প বন্ধ না করার দাবি

দেশে আগামী ২০২০ সালের মধ্যে বিড়ি শিল্প এবং ২০৩৮ সালের মধ্যে সিগারেট শিল্পকে বন্ধ করার ঘোষণাকে বৈষম্যমূলক চিহ্নিত করে সিগারেটের আগে বিড়ি শিল্প বন্ধ না করার দাবি জানিয়েছে তামাক চাষী ও তামাকজাত পণ্যের ব্যবসায়ীরা। সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে রংপুরের তামাক চাষী ও তামাকজাত পণ্যের ব্যবসায়ীদের আয়োজিত সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, ভারতের মতো বাংলাদেশেও বিড়ি শিল্পকে কুটির শিল্প হিসেবে ঘোষণা করতে হবে। প্রতি হাজার বিড়িতে শুল্ক ১৪ টাকা নির্ধারণসহ বিকল্প কর্মসংস্থান তৈরি ছাড়া তামাক চাষ কোনভাবেই বন্ধ করা যাবে না। নীলফামারী জেলার শিমুলবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হামিদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুর তামাক চাষী ও ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শফিকুল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক মাসুম ফকির, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। -অর্থনৈতিক রিপোর্টার
×