ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাথায় ক্রিকেট ব্যাটের আঘাতে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১৮:৩৬, ২৪ এপ্রিল ২০১৮

মাথায় ক্রিকেট ব্যাটের আঘাতে শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ ভারতের নদিয়ার কল্যানীতে ক্রিকেট খেলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক কলেজ পড়ুয়া ক্রিকেটারের। স্থানীয় কালীমন্দির মাঠে ক্রিকেট খেলছিলেন কল্যাণী কে আর অধিকারী প্যারামেডিক্যাল কলেজের কয়েকজন ছাত্র। ক্রিকেট খেলতে গিয়ে ব্যাটের আঘাতে মারা যান প্যারামেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র কৌশিক আচার্য্য। উইকেট কিপিং করছিলেন কৌশিক আচার্য্য (২১)। কিপিং করার সময় হঠাৎই কৌশিকের মাথায় ব্যাটের আঘাত লাগলে সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে বন্ধুরাই তাঁকে কল্যাণী জওহরলাল মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সাধারণত পাড়ার খেলায় অথবা স্ট্রিট ক্রিকেটে সুরক্ষার জন্য হেলমেট, প্যাড পরে কেউ ক্রিকেট খেলে না। এই খেলাতেও এমনটাই হয়েছিল। তাই ব্যাটের চোট সামলাতে পারেননি কৌশিক। মৃত ছাত্র কৌশিক আচার্য্যের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে। কৌশিকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে কল্যাণী থানার পুলিশ।
×