ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুর্বৃত্তের ছুরিকাঘাতে রুয়েটের বাস চালক নিহত

প্রকাশিত: ০৮:১২, ২৪ এপ্রিল ২০১৮

দুর্বৃত্তের ছুরিকাঘাতে রুয়েটের বাস চালক নিহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক বাস চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে নয়টার দিকে রুয়েটের দেশরতœ শেখ হাসিনা হলের সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম (৫৫) রুয়েটের পরিবহন দফতরের কর্মরত একজন বাস চালক। তার বাড়ি রুয়েটের পার্শ্ববর্তী বুধপাড়া এলাকায়। তিনি রুয়েটের কর্মচারী কোয়ার্টারে থাকতেন। রুয়েটের কর্মকর্তা সমিতির সভাপতি গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার রাত সাড়ে নয়টার দিকে আব্দুস সালাম নিজ কোয়ার্টারে ফিরছিলেন। এসময় দেশরতœ শেখ হাসিনা হল পার হলেই তার ওপর অতর্কিত হামলা করে কয়েকজন দুর্বৃত্ত। তারা তাকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। হামলার সময় তার চিৎকারে কয়েকজন গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আব্দুস সালামের মাথা ও সারা শরীরেই ধারালো ছুরি দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে সে ব্যাপারে গোলাম মোস্তফা কিছু বলতে পারেননি। নগরীর মতিহার থানার ওসি (তদন্ত) মাহবুব আলম বলেন, মঙ্গলবার পোস্ট মর্টেম করা হবে। কারা এই কাজ করেছে তা খুঁজে বের করতে ইতিমধ্যে পুলিশ সদস্যরা কাজ শুরু করে দিয়েছে।
×