ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আওয়ামীপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা লাভ

প্রকাশিত: ০৭:২৮, ২৪ এপ্রিল ২০১৮

আওয়ামীপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা লাভ

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের বিভিন্ন পর্ষদ ও শিক্ষক সমিতির নির্বাচনে বিভিন্ন পদে আওয়ামীপন্থী শিক্ষকরা সংখ্যাগরিষ্ঠতা পেলেও গুরুত্বপূর্ণ পদগুলো জিতেছে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত নয়টা) বিশ্ববিদ্যালয় প্রশাসনের ডিন ও সিন্ডিকেট ক্যাটাগরি এবং শিক্ষক সমিতি নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। শিক্ষক সমিতির নির্বাচনে ১৫ পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ছয়টিতে জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের সাদা প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। একজন যুগ্ম সম্পাদক ও ৮ সদস্য পদে জয় পেয়েছেন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের হলুদ প্যানেলের প্রার্থীরা। এদিকে নয়টি ডিন পদের পাঁচটিতে আ’লীগপন্থী হলুদ প্যানেল এবং বিএনপি-জামায়াতপন্থী সাদা প্যানেলের প্রার্থীরা চারটি পদে জয়ী হয়েছেন। সিন্ডিকেটের পাঁচটি সদস্য পদের মধ্যে হলো প্রাধ্যক্ষসহ তিনটি পদে সাদা প্যানেল ও দুইটিতে হলুদ প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
×