ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অনিন্দিতা চৌধুরীর ‘নয়নের নীরে’ এ্যালবামের প্রকাশনা

প্রকাশিত: ০৭:০৭, ২৪ এপ্রিল ২০১৮

অনিন্দিতা চৌধুরীর ‘নয়নের নীরে’ এ্যালবামের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ নজরুল সঙ্গীতের নিবেদিত কণ্ঠশিল্পী অনিন্দিতা চৌধুরী। সঙ্গীত পরিবারে জন্ম নেয়া এ শিল্পী ছোটবেলা থেকেই গানের আবহে বেড়ে উঠেছেন। সঙ্গীতশিল্পী ভারতী চক্রবর্তীর কাছে গানের তালিম নিয়েছেন। এরপর বরেণ্য সঙ্গীতগুরু প-িত রামকানাই দাশের কাছে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন। বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত গানের পাশাপাশি মঞ্চেও সরব এই শিল্পী। ইতোমধ্যে কয়েকটি মিক্সড এ্যালবামে কণ্ঠ দিয়েছেন তিনি। তার গাওয়া নজরুলের গানগুলো শ্রোতাদের কাছে বেশ প্রশংসিত। তারই ধারাবাহিকতায় এবার একক এ্যালবাম নিয়ে শ্রোতাদের কাছে হাজির হয়েছেন তিনি। বেঙ্গল ফাউন্ডেশন নিবেদিত ‘নয়নের নীরে’ শিরোনামের এ এ্যালবামটিতে নজরুলের ৮টি গান রয়েছে। অনিন্দিতা জানান, অনেক যতœ নিয়ে গানগুলো করেছি। এ্যালবামটিতে নজরুলের বিভিন্ন ভাবনার গান রয়েছে। আমার বিশ্বাস সঙ্গীতপ্রিয় মানুষের মন কাড়বে এ গানগুলো। এর উল্লেখযোগ্য গান হচ্ছে- জনম জনম গেল, আয় মরু পারের হাওয়া, রুমঝুম রুমঝুম, বুলবুলি নীরব নার্গিস বনে, মোর ঘুমঘোরে এলে মনোহর ইত্যাদি। অনিন্দিতা সম্পর্কে শিল্পী শাহীন সামাদ বলেন, অনিন্দিতা সাবলীল কণ্ঠের অধিকারী। তার গায়কি অনন্য। গানের প্রতি গভীর মনোনিবেশ ও মোহময় সুরে সিদ্ধহস্ত এ শিল্পী। উল্লেখ্য, এ্যালবামের গানে যন্ত্রানুসঙ্গ পরিচালনা করেছেন অমিত বন্দ্যোপাধ্যায়।
×