ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুই দিনব্যাপী বেঙ্গল ক্রিয়েটিভ ফেস্ট শুরু

প্রকাশিত: ০৭:০৩, ২৪ এপ্রিল ২০১৮

দুই দিনব্যাপী বেঙ্গল ক্রিয়েটিভ ফেস্ট শুরু

স্টাফ রিপোর্টার ॥ দেশের সৃজনশীল ব্যক্তিদের একই প্ল্যাটফর্মের আওতায় আনার উদ্দেশ্যে এবং তাদের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচনের লক্ষ্যে সোমবার থেকে শুরু করা হচ্ছে দুই দিনব্যাপী ‘বেঙ্গল ক্রিয়েটিভ ফেস্ট-২০১৮’। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে এই ফেস্টের আয়োজন করেছে ‘বেঙ্গল সি হাব’। এই ফেস্টিভ্যালে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির অপার সম্ভাবনা, পেশাদারিত্ব এবং সৃজনশীল খাতে উন্নয়নের বিষয়ে বিভিন্ন সেশনের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার। এছাড়াও উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের, ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং প্রবীন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীসহ অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, পৃথিবী এখন চতুর্থ শিল্প বিল্পবের যুগে পৌঁছেছে, যার মূলে রয়েছে ডিজিটাল ট্রান্সফর্মেশন। ডিজিটাল বাংলাদেশ সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে। বেঙ্গল সি হাব-এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর ডিজিটাল কানেক্টিভিটি। এই প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি আকৃষ্ট করা যাবে আমাদের নতুন প্রজন্মকে। বেঙ্গল সি হাব একটি অসাধারণ প্ল্যাটফর্ম হিসেবে পরিস্ফুট হবে বলে আমি আশাবাদী। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বেঙ্গল সি হাব অত্যন্ত সম্ভাবনাময় একটি প্ল্যাটফর্ম। আশা করি এখানে বিভিন্ন সৃজনশীল তরুণ-তরুণীরা তাদের মেধা বিকাশের সুযোগ পাবে। বেঙ্গল সি হাবের এমডি ঈশিতা আজাদ বলেন, দেশের প্রখ্যাত সৃজনশীল প্রতিষ্ঠান, কর্পোরেট হাউজ, ইউনিভার্সিটি ক্লাব এবং ইভেন্টের বক্তাদের সহযোগিতায় এই ফেস্টটি আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বেঙ্গল সি হাবে এর প্রতি সবার আগ্রহ ও সহযোগিতা আমাদের বিশ্বাসকে আরও মজবুত করেছে। আমাদের একটাই আশা, আমরা যেন সবসময় সবার সহযোগিতা পেতে থাকি। এই ক্যারিয়ার ফেস্টিভ্যালে সৃজনশীলতা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি থাকছে নেটওয়ার্ক বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরি করার সুযোগ। ফেস্টে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বুথ থাকছে, যেখানে কর্ম প্রত্যাশী তরুণ-তরুণীরা তাদের সিভি জমা দিতে পারবে। এছাড়াও রয়েছে একটি ‘ডিজিল্যাব কর্নার’, যেখানে অংশগ্রহণকারীরা বেঙ্গল ক্রিয়েটিভ হাব ডটকম ওয়েবসাইটটি ব্যবহার করে দেখতে পারবেন। ফেস্টিভ্যালের দুই দিনই দেশের মিডিয়া ব্যক্তিত্ব, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী অফিসার এবং সৃজনশীল কর্মকা-ের সঙ্গে জড়িত রয়েছে এমন ব্যক্তিরা উপস্থিত থাকবেন। সেশনগুলোতে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীলতার গুরুত্ব তুলে ধরা হবে। বেঙ্গল সি হাব লিমিটেড বাংলাদেশের সৃজনশীল ইন্ডাস্ট্রিকে যুগান্তকারী ডিজিটাল ইকোসিস্টেমে রূপান্তরের মূলে রয়েছে বেঙ্গল সি হাব। শিল্পমনা ব্যক্তিদের উন্নয়নের লক্ষ্যে সৃজনশীল ব্যক্তিদের মূল্যবান অভিজ্ঞতা ও মতামত শেয়ার করা, ইন্ডাস্ট্রি সম্পর্কিত ধারণা বৃদ্ধি করা এবং চাকরি ও যোগাযোগের সুযোগ বাড়ানোর মাধ্যম হিসেবে কাজ করছে বেঙ্গল সি হাব।
×