ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফেড কাপের ফাইনালে চেক প্রজাতন্ত্র

প্রকাশিত: ০৭:০১, ২৪ এপ্রিল ২০১৮

ফেড কাপের ফাইনালে চেক প্রজাতন্ত্র

স্পোর্টস রিপোর্টার ॥ ফেড কাপের সেমিফাইনালের প্রথম দিনে শক্তিশালী জার্মানির বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়েছিল চেক প্রজাতন্ত্র। তবে দ্বিতীয় দিনে জুলিয়া জর্জেস ক্যারোলিনা পিসকোভাকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছিল জার্মানি। কিন্তু সেই আশা ভেঙ্গে চুরমার করে দিলেন পেত্রা কেভিতোভা। রবিবার দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন কেভিতোভা ৬-২ এবং ৬-২ গেমে এ্যাঞ্জেলিক কারবারকে হারালে জার্মানিকে ৪-১ ব্যবধানে বিদায় করে ফাইনালে জায়গা করে নেয় চেক প্রজাতন্ত্র। সেইসঙ্গে গত আট বছরের মধ্যে ছয়বারই ফেড কাপের ফাইনালে খেলার গৌরব অর্জন করে চেক প্রজাতন্ত্র। কেভিতোভার বিপক্ষে কারবার জিততে পারলেই ড্র হতো। জার্মানির স্বপ্ন ঠিকে থাকত ফাইনালে খেলার। কিন্তু সেই ম্যাচে কারবারকে কোন পাত্তাই দিলেন না কেভিতোভা। মাত্র ৫৮ মিনিট লড়াই করে দুইবারের গ্র্যান্ডস্লামজয়ী এ্যাঞ্জেলিক কারবারকে বিধ্বস্ত করে টুর্নামেন্টের ফাইনালের টিকেট কেটে দেন চেক প্রজাতন্ত্রকে। এমন জয়ের পর যেন মুক্তি মিলেছে কেভিতোভার। এ বিষয়ে ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে চেক তারকা বলেন, ‘এখন নিজেকে খুব মুক্ত মনে হচ্ছে। কেননা, এই ম্যাচের আগে খুব নার্ভাস লাগছিল। যদিওবা গতকাল পর্যন্ত আমাদের অবস্থানটা অনেক শক্ত ছিল। কিন্তু জুলিয়া দুর্দান্ত খেলেই লড়াইটা জমিয়ে তুলে। সেই ম্যাচের পর থেকেই জানতাম যে আমাদের আরও এক পয়েন্টের প্রয়োজন। সেজন্যই আমার নিজের সেরাটা দিয়েই খেলেছি। এই জয়ে দারুণ খুশি আমি।’ শিরোপা জয়ের লড়াইয়ে চেক প্রজাতন্ত্রের সামনে বাধা এখন মার্কিন যুক্তরাষ্ট্র। সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামসবিহীন আমেরিকা এবার ফ্রান্সকে ৩-১ ব্যবধানে পরাজিত করে ফেড কাপের ফাইনালে জায়গা করে নেয়। প্রথম দিনে ১-১ ব্যবধানে সমতায় ছিল দুই দল। আমেরিকার স্লোয়ানে স্টিফেন্স ৭-৬ ও ৭-৫ গেমে হারান ফ্রান্সের পাওলিন পার্মেন্টিয়ারকে। অন্য ম্যাচে ক্রিস্টিনা মাদেনোভিচ কোকো ভেন্ডেওয়েঘেকে পরাজিত করেন। তবে দ্বিতীয় দিনে আমেরিকানদের কাছে পাত্তাই পায়নি যুক্তরাষ্ট্র। ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন স্লোয়ানে স্টিফেন্স ৬-২ ও ৬-০ গেমে হারায় ক্রিস্টিনা মাদেনোভিচকে। আর মেডিসন কেইস ৭-৬ (৭/৪) এবং ৬-৪ গেমে পরাজিত করেন পাওলিন পার্মেন্টিয়ারকে। আর তাতেই ৩-১ ব্যবধানে সেমিফাইনাল জিতে ফাইনালে পৌঁছে যায় আমেরিকা। ম্যাচ শেষে ম্যাডিসন এই জয়টাকে বিস্ময়কর বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘এটা সত্যিই বিস্ময়কর।
×