ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইতালিয়ান সিরি এ, জুভেন্টাস ০-১ নেপোলি

জুভেন্টাসকে হারিয়ে শিরোপাস্বপ্ন নেপোলির

প্রকাশিত: ০৬:৫৯, ২৪ এপ্রিল ২০১৮

জুভেন্টাসকে হারিয়ে শিরোপাস্বপ্ন নেপোলির

স্পোর্টস রিপোর্টার ॥ সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনার নৈপুণ্যে ভর করে সবশেষ ১৯৮৯-৯০ মৌসুমে ইতালিয়ান সিরি এ লীগের শিরোপা জিতেছিল নেপোলি। এরপর কেটে গেছে দীর্ঘ ২৭ বছর। কিন্তু আর একবারও ট্রফি উঁচিয়ে ধরতে পারেনি দলটি। গতবার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত পারেনি। তবে এবার চলমান ২০১৭-১৮ মৌসুমে দীর্ঘ প্রায় তিন দশকের শিরোপা খরা কাটানোর সুযোগ এসেছে নেপোলির সামনে। রবিবার রাতে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়ে শিরোপা লড়াই জমিয়ে তুলে নেপোলি। এখন বাকি চার ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে ট্রফি যাবে কার শোকেসে। বর্তমানে ৩৪ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। ৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ২৬তম জয় পাওয়া নেপোলি। দারুণ জয়ে শিরোপা লড়াইয়ে ফেরার পাশাপাশি মধুর প্রতিশোধও নিয়েছে নেপোলি। কেননা গত ডিসেম্বরে প্রথম লেগে নেপোলিকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছিল টানা ছয়বারের চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে নেপোলি। তবে প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় জুভেন্টাস। ১৬ মিনিটে মিরালেম পিয়ানিচের শট জোশে কায়েহনের গায়ে লেগে পোস্টে বাধা পায়। ছয় মিনিট পর এগিয়ে যেতে পারত নেপোলি। তবে সেøাভাকিয়ার মিডফিল্ডার মারেক হামসিকের গোলমুখে বাড়ানো বল গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে ফাঁকি দিলেও তাতে টোকা দেয়ার মতো কেউ ছিল না। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে ফাউলও হতে থাকে ঘনঘন। ২৭ মিনিটের মধ্যে চার খেলোয়াড় দেখেন হলুদ কার্ড, যার তিনজন জুভেন্টাসের। দ্বিতীয়ার্ধেও একইভাবে অধিকাংশ সময় বল দখলে রেখে প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখে নেপোলি। তবে সাফল্য মিলছিল না। ৮৯ মিনিটে লরেন্সো ইনসিনিয়ের ক্রসে কায়েহন পা লাগাতে ব্যর্থ হন। তারপরও বল জালে ঢুকতে যাচ্ছিল; তবে শেষ মুহূর্তে কর্নারের বিনিময়ে প্রতিহত করেন বুফন। তবে শেষ মিনিটে কায়েহনের নেয়া কর্নারে লাফিয়ে নেয়া দারুণ হেডে জয়সূচক গোল করেন নেপোলির কালিডু কোলিবালি। ম্যাচ শেষে নেপোলির কাছে ঘরের মাঠে হারের পরও জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি নিজেদের শিরোপা জয়ে ফেবারিট দাবি করেছেন। অবশ্য হতাশার হারের পর সংবাদ সম্মেলনে নিজেদের ব্যর্থতা স্বীকার করেন এ্যালেগ্রি। তবে তার দাবি, শিরোপার লড়াই এখনও জুভদের নিয়ন্ত্রণে। এ্যালেগ্রি বলেন, দুই দলের দিক থেকেই বাজে একটা ম্যাচ হয়েছে। খুব কম শটই গোলে ছিল। আইপিএল পয়েন্ট টেবিল দল ম্যাচ জয় হার পরিত্যক্ত পয়েন্ট রানরেট চেন্নাই ৫ ৪ ১ ০ ৮ ০.৭৪২ পাঞ্জাব ৫ ৪ ১ ০ ৮ ০.৪৪৬ কলকাতা ৬ ৩ ৩ ০ ৬ ০.৫৭২ হায়দরাবাদ ৫ ৩ ২ ০ ৬ ০.৩০১ রাজস্থান ৬ ৩ ৩ ০ ৬ -০.৮০১ বেঙ্গালুরু ৫ ২ ৩ ০ ৪ -০.৪৮৬ মুম্বাই ৫ ১ ৪ ০ ২ ০.৩১৭ দিল্লী ৫ ১ ৪ ০ ২ -১.৩২৪ ** সোমবার দিল্লী-পাঞ্জাব ম্যাচের আগ পর্যন্ত
×