ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্ব একাদশের হয়ে লর্ডসে খেলবেন সাকিব-তামিম

প্রকাশিত: ০৬:৫৯, ২৪ এপ্রিল ২০১৮

বিশ্ব একাদশের হয়ে লর্ডসে খেলবেন সাকিব-তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর হ্যারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের কয়েকটি স্টেডিয়াম। এই স্টেডিয়ামগুলো পুনর্গঠনের জন্য তহবিল সংগ্রহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হবে বিশ্ব একাদশ। লর্ডসে ৩১ মে অনুষ্ঠিতব্য ম্যাচটি হবে টি২০ ফরমেটের। ম্যাচটিকে আন্তর্জাতিক স্বীকৃতিও দিয়েছে আইসিসি। সবার আগে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি বিশ্ব একাদশের হয়ে খেলার নিশ্চয়তা দিয়েছিলেন। এবার বাংলাদেশের জন্যও আসল দারুণ সম্মানের খবর। চ্যারিটি এ আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলবেন ওয়ানডে ও টেস্টের এক নম্বর এবং টি২০ ফরমেটে বিশ্বের ৩ নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া বাংলাদেশের বাঁহাতি ওপেনার তামিম ইকবালও খেলবেন এ ম্যাচে। আরেকটি বিস্ময়কর সংযোজন আফগানিস্তানের লেগস্পিন বিস্ময় রশিদ খান। ইরমা ও মারিয়া হ্যারিকেন ব্যাপক ক্ষতিসাধন করেছিল ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। সে সময় ওই এলাকার ৫ স্টেডিয়াম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্টেডিয়ামগুলো সংস্কার করে ভাল চেহারায় ফেরাতে বিপুল অঙ্কের অর্থ প্রয়োজন। তহবিল গঠনের উদ্দেশ্যেই একটি চ্যারিটি ম্যাচের আয়োজন করা হবে আগামী মাসের শেষে। ৩১ মে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডসে টি২০ সেই ম্যাচে মুখোমুখি হবে বিশ্ব একাদশ ও ওয়েস্ট ইন্ডিজ। সে ম্যাচের জন্য বিশ্ব একাদশে বেশ কয়েকজন ক্রিকেটারকে ডাকা হয়। আফ্রিদি নিশ্চয়তা দিয়েছেন সবার আগে। এছাড়া তার সঙ্গী হিসেবে দীর্ঘদিনের সতীর্থ শোয়েব মালিক ও শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরাও খেলার সম্মতি দিয়েছেন। উইন্ডিজের জাতীয় দলের বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচের আয়োজনে আয় করা অর্থ ব্যয় হবে স্টেডিয়াম পুনর্গঠনের কাজে। তহবিল সংগ্রহের এই ম্যাচটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে আইসিসি। আয় করা টাকা খরচ করা হবে এ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, এ্যাঙ্গুইলার জেমস রোল্যান্ড ওয়েবস্টার ও ডোমিনিকার উইন্ডসর পার্ক স্টেডিয়ামের মেরামত কাজে। মর্যাদাপূর্ণ এ ম্যাচটি খেলার জন্য বিশ্ব একাদশে খেলতে ডাক পেয়েছেন বাংলাদেশের অন্যতম দুই তারকা সাকিব ও তামিম। এছাড়া আফগান তারকা লেগস্পিনার রশিদও খেলার সম্মতি জানিয়েছেন। বিশ্ব একাদশের হয়ে আরও অনেক নামী ক্রিকেটারের খেলা নিশ্চিত হবে শীঘ্রই। পাকিস্তানে গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত তিন ম্যাচের টি২০ সিরিজে লাহোরে বিশ্ব একাদশে খেলেছিলেন তামিম। সেই দলের নেতৃত্বে ছিলেন ফাফ ডু প্লেসিস। সেই দলেও ছিলেন পেরেরা। খেলেছিলেন হাশিম আমলা, ডেভিড মিলার, ইমরান তাহির, ড্যারেন সামিরা। এবার বিশ্ব একাদশের জন্য ডাকা তারকা ক্রিকেটারদের মধ্যে ইংলিশ অধিনায়ক ইউন মরগানের নামও আছে। আইসিসি জানিয়েছে আরও বড় কিছু তারকাও খেলবেন এ ম্যাচে। ইতোমধ্যেই অবশ্য কার্লোস ব্রেথওয়েটের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ দলের নাম ঘোষণা করা হয়েছে এ ম্যাচটির জন্য। ক্রিস গেইল, মারলন স্যামুয়েলসরা তো আছেনই, এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
×