ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এ্যানফিল্ডে সেমিতে মুখোমুখি লিভারপুল-রোমা

প্রকাশিত: ০৬:৫৯, ২৪ এপ্রিল ২০১৮

এ্যানফিল্ডে সেমিতে মুখোমুখি লিভারপুল-রোমা

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে চমক দেখিয়ে সেমিফাইনালে উঠে এসেছে ইতালির এএস রোমা ও ইংল্যান্ডের লিভারপুল। ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে দল দুটি শেষ চারে একে অপরের মুখোমুখি হচ্ছে। আজ রাতে ইংল্যান্ডের এ্যানফিল্ডে সেমিফাইনালের প্রথম লেগে রোমাকে আতিথ্য দেবে লিভারপুল। ১৯৮৪ ইউরোপিয়ান কাপের ফাইনালের পর আবারও মুখোমুখি হচ্ছে দল দুটি। এই ম্যাচে স্পটলাইট থাকবে লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহর দিকে। দারুণ ফর্মে থাকা এই তারকা সাবেক ক্লাব রোমাকে হারানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। বুধবার রাতে মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় আরেক হাইভোল্টেজ সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখ। কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে ম্যানচেস্টার সিটিকে ৫-১ গোলে বিধ্বস্ত করে সেমিতে এসেছে লিভারপুল। আর স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনাকে বিদায় করে সেরা চারে এসেছে রোমা। শেষ আটের প্রথম লেগে বার্সার মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ইতালিয়ান ক্লাব। ফিরতি লেগে নিজেদের মাঠে মেসি, সুয়ারেজদের ৩-০ গোলে হারায় রোমা। ফলে দুই লেগ মিলিয়ে ৪-৪ গোলে সমতা হলেও প্রতিপক্ষের মাঠে গোল করার সুবাদে বার্সাকে বিদায় করে সেমিতে উঠে আসে রোমা। তরতাজা এই মনোভাব নিয়েই লিভারপুলের মাঠে খেলতে এসেছে জেকো, রোসিরা। আর সাবেক ক্লাব রোমার মুখোমুখি হওয়া নিয়ে রোমাঞ্চিত লিভারপুলের সালাহ। তিনি জানিয়েছেন, ইতালির এই ক্লাবটিকে ভালবাসেন এখনও। ইতালিয়ান সিরি এ দল রোমায় দুই বছর খেলেছেন সালাহ। ইতালিয়ান ক্লাবটির হয়ে ৩১ ম্যাচে ১৫ গোল করেন ২৫ বছর বয়সী এই খেলোয়াড়। এরপর ২০১৭ সালের জুনে ক্লাব রেকর্ড ৪ কোটি ইউরোতে যোগ দেন লিভারপুলে। লিভারপুলের হয়ে অভিষেক মৌসুমটা দারুণ উপভোগ করছেন সালাহ। এরই মধ্যে সব ধরনের প্রতিযোগিতায় ৪২ গোল করেছেন মিসরের এই ফরোয়ার্ড। রোমার বিপক্ষে ম্যাচের আগে সালাহ বলেন, এটা আমার পুরনো ক্লাব। আমি তাদের সমর্থকদের ভালবাসি এবং তারাও আমায় ভালবাসে। আমি এখনও সেখানকার বেশিরভাগ খেলোয়াড়দের সঙ্গে কথা বলি। আমরা নিজেদের খুব কাছাকাছি ছিলাম এবং আমরা ভাল বন্ধু। অবশ্যই সেখানে আমার সুখের স্মৃতি আছে। আমরা একসঙ্গে দুই বছর খেলেছি এবং একসঙ্গেই সব ম্যাচে লড়েছি। ড্রেসিং রুমে দারুণ সময় কাটিয়েছি আমরা। রোমার কিংবদন্তি ফ্রান্সেসকো টট্টিকে দেখার জন্য অপেক্ষায় আছেন জানিয়ে সালাহ বলেন, তিনি দুর্দান্ত, অবিশ্বাস্য। তার সবকিছুই আছে। আমি তাকে ভালবাসি। তার সঙ্গে আমার সম্পর্ক দারুণ। তিনি চমৎকার একজন মানুষ। সালাহকে ভোলেনি রোমাও। সেমিফাইনালের লিভারপুলকে প্রতিপক্ষ পাওয়ার পরপরই এক টুইট বার্তায় ক্লাবটি জানিয়েছে, ফল যাই হোক না কেন, আজীবন অটুট থাকবে রোমার সঙ্গে সালাহর সম্পর্ক।
×