ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইংলিশ এফএ কাপ, সাউদাম্পটনকে হারিয়ে শিরোপা লড়াইয়ে জিরুড, মোরাতারা, চেলসি ২-০ সাউদাম্পটন

লন্ডনে চেলসি বনাম ম্যানইউ ফাইনাল-মহারণ

প্রকাশিত: ০৬:৫৮, ২৪ এপ্রিল ২০১৮

লন্ডনে চেলসি বনাম ম্যানইউ ফাইনাল-মহারণ

জাহিদুল আলম জয় ॥ প্রত্যাশিতভাবেই ঐতিহ্যবাহী ইংলিশ এফএ কাপ ফুটবলের ফাইনালে নাম লিখিয়েছে চেলসি। রবিবার রাতে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে আসরের দ্বিতীয় সেমিফাইনালে ব্লুজরা ২-০ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। চেলসির হয়ে গোল করেন ফরাসী ফরোয়ার্ড অলিভিয়ের জিরুড ও স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা। এর আগে প্রথম সেমিফাইনালে টটেনহ্যাম হটস্পারকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকেট কাটে ম্যানচেস্টার ইউনাইটেড। এর ফলে শিরোপা লড়াইয়ে ফুটবলপ্রেমীরা উপভোগ করতে পারবেন চেলসি-ম্যানইউ ধুন্ধুমার মহারণ। আকর্ষণীয় ম্যাচটি হবে আগামী ১৯ মে সেমির ভেন্যু ওয়েম্বলিতেই। ইতোমধ্যে চেলসি ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা খুইয়েছে। বাজে একটি মৌসুম কাটানো দলটির জন্য এটাই বড় কোন টুর্নামেন্টে শিরোপা জেতার শেষ সুযোগ। চেলসির জন্য ১৩তম এই এফএ কাপ ফাইনালটি ২০০৭ সালের প্রতিশোধের একটি মিশনও হতে পারে। সেবার জোশে মরিনহোর দল ১-০ গোলে জিতেছিল। গত মে মাসেও ফাইনালে আর্সেনালের কাছে পরাজিত হয়ে হতাশ হতে হয় ব্লুজদের। সর্বশেষ তারা ২০১২ সালে এফএ কাপের শিরোপা জয় করে। এবার তাদের সামনে অষ্টমবারের মতো শিরোপা জয়ের হাতছানি। যদিও এফএ কাপের শিরোপা কোচ এ্যান্টোনিও কন্টে বা চেলসি মালিক রোমান আব্রামোভিচ কারও জন্যই যথেষ্ট নয়। বিশেষ করে প্রায় পুরোটা মৌসুম জুড়েই ট্রান্সফার সংক্রান্ত পরিকল্পনার অভাবে কন্টেকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। এছাড়াও দলের বেশিরভাগ খেলোয়াড়ই কন্টের অতিরিক্ত ট্রেনিং সেশন ও গম্ভীর ব্যক্তিত্ব নিয়ে খুব একটা খুশি নয়। প্রিমিয়ার লীগে টটেনহ্যামের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানটিও প্রায় হাতছাড়া হওয়ার পথে। যে কারণে চ্যাম্পিয়ন্স লীগে সরাসরি খেলার সুযোগও প্রায় শেষ। এ কারণে অন্তত এফএ কাপের শিরোপা জিততে মরিয়া ব্লুজরা। অন্যদিকে সাউদাম্পটনের সামনে এখন একটাই লক্ষ্য, কোনমতে লীগে রেলিগেশনের খড়া এড়িয়ে নিজেদের লড়াইয়ে টিকিয়ে রাখা। হাতে আছে মাত্র চার ম্যাচ। সেমিফাইনালে সাউদাম্পটন গ্যালারিতে প্রায় বেশিরভাগ আসনই খালি ছিল। এতেই প্রমাণ হয় সমর্থকরা দলের পারফর্মেন্সে দারুণ হতাশ। ম্যাচে তারা কোনদিক থেকে চেলসিকে আটকাতে পারেনি। সেমিফাইনালটা ছিল একেবারেই একপেশে। শুরু থেকেই ইডেন হ্যাজার্ড একের পর এক সাউদাম্পটনের শিবিরে আক্রমণ করেন। ২৫ গজ দূর থেকে হ্যাজার্ডের শক্তিশালী শট অল্পের জন্য চেলসিকে এগিয়ে দেয়নি। নিজের অর্ধ থেকে বল নিয়ে উইলিয়ানকে দুর্দান্ত একটি পাস দিলেও তা কাজে লাগাতে পারেননি এই ব্রাজিলিয়ান। বিরতির ঠিক আগে অসাধারণ ভলিতে জিরুড প্রায় গোল পেয়েই গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বিরতি থেকে মাঠে ফিরেই সফল হয় চেলসি। ৪৬ মিনিটে চেস ফেব্রিগামের লফটেড পাস থেকে হ্যাজার্ড দারুণভাবে বলটি নিয়ন্ত্রণে নিয়ে জিরুডের দিকে বাড়িয়ে দেন। তিন ডিফেন্ডারকে কাটিয়ে এই ফরাসী নিখুঁত শটে ডেডলক ভাঙ্গেন। কিছুক্ষণ পরে জিরুডের বিপক্ষে সাউদাম্পটনের ইংলিশ ফরোয়ার্ড চালি অস্টিন পেনাল্টির আবেদন করলেও তা নাকচ করে দেন রেফারি মার্টিন এ্যাটকিনসন। শেষ পর্যন্ত মার্ক হিউজেসের দল সমতায় ফেরার একটি সুযোগ পেয়েছিল। কিন্তু ন্যাথান রেডমন্ডসের দূর পাল্লার শট চেলসি গোলরক্ষক কাবালেরো কোনমতে কর্ণারের মাধ্যমে রক্ষা করেন। তবে ৮০ মিনিটে বদলি বেঞ্চ থেকে উঠে আসা মোরাতা দুই মিনিট পরই দ্বিতীয় গোল করলে চেলসির জয় নিশ্চিত হয়। চেলসির হয়ে শেষ ১৯ ম্যাচে এটি মোরাতার তৃতীয় গোল। অন্যদিকে সাউদাম্পটনের বিপক্ষে জিরুডের গোল করা যেন অভ্যাসে পরিণত হয়ে গেছে। একপেশে সেমিফাইনালে প্রায় পুরোটা সময়ই এই ফরাসী ফরোয়ার্ডের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। মোরাতার স্থানে মূল একাদশে জায়গা পেয়েই কোচ এ্যান্টোনিও কন্টের আস্থার প্রতিদান দিয়েছেন। গত সপ্তাহে প্রিমিয়ার লীগে সাউদাম্পটনের বিপক্ষে ৩-২ গোলে জয়ী ম্যাচেও দুই গোল করেছিলেন জিরুড। এছাড়া ডিসেম্বরে আর্সেনালের হয়েও ম্যাচের শেষ ভাগে তার গোলেই সমতায় ফিরেছিল গানার্সরা। জানুয়ারিতে দল বদলের পরে এটা চেলসির জার্সি গায়ে জিরুডের চতুর্থ গোল।
×